জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার এএলএইচ ধ্রুব । বৃহস্পতিবার কিস্তওয়াড়ের মারওয়াহ তেহসিলের মাছনা গ্রামের কাছে এই ভেঙে পড়ে ভারতীয় সেনার এই কপ্টার। এএলএইচ ধ্রুব নামে ওই কপ্টারে ছিলেন দুই পাইলট। সেনার তরফে জানানো হয়েছে তাঁরা জখম হলেও নিরাপদেই রয়েছেন।

আরও পড়ুন:কল্যাণ চৌবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে CBI তদন্তের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি!
সেনা তরফে আরও জানানো হয়েছে, পাইলটরা আহত হয়েছেন। তবে তাঁরা বিপদ্মুক্ত। এদিকে কপ্টার ভেঙে পড়ার পরই তল্লাশি অভিযান শুরু হয়। ভেঙে পড়ার পর কপ্টারের অবশিষ্ট অংশ মারুসুদার নদী থেকে পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ অরুণাচল প্রদেশের বম্বদিলার কাছে চিনা হেলিকপ্টার ভেঙে পড়েছিল। এটিসি-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই এই ঘটনা ঘটেছিল বলে জানা যায়। ওই দুর্ঘটনায় দুই পাইলট লেফটেন্যান্ট কর্ণেল বিনয় বানু রেড্ডি ও মেজর জয়ন্ত এ নিহত হয়েছিলেন।
