Sunday, August 24, 2025

প্রথমবার ভারত সফরে পাক বিদেশমন্ত্রী! টুইটারে ইঙ্গিতপূর্ণ বার্তা বিলাবলের  

Date:

গোয়ায় (Goa) সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Meeting) বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি (Pakistan Foreign Minister Bilawal Bhutto Zardari)। জানা গিয়েছে, বৃহস্পতিবারই ভারতে আসছেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতি ও শুক্রবার গোয়ায় হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। সেখানেই পাকিস্তান ছাড়াও চিন, কাজাখিস্তান, রাশিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। তবে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। উল্লেখ্য, পুঞ্চে জঙ্গি হামলার কয়েকদিন পরই বিলাবল ভুট্টো জারদারি এই ভারত সফর করছেন। আর এমন আবহে পাক বিদেশমন্ত্রীর ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিন ভারত সফরের আগেই নিজে টুইট করে এক ভিডিও বার্তা দেন পাক বিদেশমন্ত্রী। তিনি জানান, এই বৈঠকে যোগদানের জন্য মুখিয়ে রয়েছি। আমি বন্ধুত্বপূর্ণ দেশগুলির প্রতিপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।

তবে এই বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনার সম্ভাবনা কম থাকলেও চিন ও রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। বিলাওয়াল পাক বিদেশ মন্ত্রী হিসাবে এই প্রথম ভারত সফরে আসছেন। স্বভাবতই নিকট প্রতিবেশীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের সম্ভাবনা নিয়ে কৌতুহল রয়েছে দুই দেশেই।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল অজ্ঞাত পরিচয় সন্ত্রাসবাদীরা রাজৌরি সেক্টরের ভিম্বার গালিতে গ্রেনেড এবং পুঞ্চ এলাকা দিয়ে যাওয়া সেনাবাহিনীর কনভয়ে গুলি চালায়। ওই হামলায় পাঁচ ভারতীয় সেনা জওয়ানের প্রাণ যায়। এর আগে ২০১৯-এর ফেব্রুয়ারিতে বালাকোটে ভারতের বিমান হানার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কও যথেষ্টই উত্তেজনাপূর্ণ। আর সেই আবহেই এবার ভারত সফরে পাক বিদেশমন্ত্রী।

 

 

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version