Monday, August 25, 2025

আগামিকালই নয়া উত্তরাধিকারী পাবে NCP! শরদ-কন্যা সুপ্রিয়াকে ফোন রাহুলের

Date:

শরদ পাওয়ার(Sharad Pawar) যে নিজের ইস্তফাপত্র ফেরত নিচ্ছেন না তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। এনসিপির পরবর্তী সভাপতি কে হতে চলেছেন তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। পাওয়ার চান তাঁর কন্যা সুপ্রিয়া সুলে(Supriya Sule) এনসিপির(NCP) পরবর্তী প্রধানের দায়িত্বে আসুক। এই পরিস্থিতির মাঝে আগামী ৫ মে দলীয় বৈঠক ডাকা হয়েছে। এখানেই পরবর্তী প্রধান হিসেবে সুপ্রিয়া সুলের নাম প্রস্তাব হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে আগামীকালই স্পষ্ট হয়ে যাবে এনসিপির পরবর্তী প্রধান কে। এদিকে টালমাটাল পরিস্থিতির মাঝেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi) বৃহস্পতিবার সকালে ফোন করলেন সুপ্রিয়া সুলেকে। সূত্রের খবর, NCP-র পরবর্তী সভাপতি নির্বাচন এবং জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুজনের।

কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, শরদ পাওয়ার সরে গেলে এনসিপির প্রধান হিসেবে সুপ্রিয়াকেই চাইছেন রাহুল, মল্লিকার্জুন খাড়গেরা। কারণ বারামতীর এই সাংসদ ‘বিজেপি বিরোধী’ হিসেবেই পরিচিত। অন্যদিকে শরদের ভাইপো তথা বর্তমানে মহারাষ্ট্রের বিরোধী দলনেতা অজিত পাওয়ার গত কয়েক বছর ধরে বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে কোনভাবেই যাতে এনসিপির ক্ষমতার রাশ যাতে অজিত পাওয়ারের হাতে না যায় তার চেষ্টায় রয়েছে কংগ্রেস। কারণ সুলে এনসিপির প্রধান হলে মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ীর জোট বজায় থাকবে। কিন্তু অজিত পাওয়ার যদি এই দায়িত্বে আসেন সেক্ষেত্রে এই জোটের ভবিষ্যৎ অন্ধকার। কারণ তিনি কবে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নেবেন তা কেউ জানে না।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, আগামীকাল মুম্বইয়ে এনসিপির পার্টি অফিসে সকাল ১১ টায় বৈঠকে বসতে চলেছেন দলের শীর্ষ কর্তারা। শরদ পাওয়ার যদি নিজের সিদ্ধান্ত পরিবর্তন না করেন সেক্ষেত্রে সুপ্রিয়া সুলেকেই পরবর্তী প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে ঘরোয়া কোন্দল মেটাতে অজিত পাওয়ারকে একেবারে বঞ্চিত না করে মহারাষ্ট্রের প্রদেশ সভাপতির পদ দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version