একসঙ্গে মালদহ-মুর্শিদাবাদের প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী, মূল ইস্যু ভাঙন

প্রশাসনিক সভা করার জন্য বুধবার রাতেই মালদহ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার দুপুর ২টো থেকে মালদহ রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা। পঞ্চায়েত ভোটের আগে সরকারি কাজ দ্রুত শেষ করার পাশাপাশি সরকারের উন্নয়নের প্রকল্পগুলোর কাজ কতদূর এগিয়েছে, তার হিসেব নেবেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রাজ্যের শীর্ষ স্থানীয় আমলারা রয়েছেন। এই বৈঠকে তাঁরা জেলার চিত্র মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। প্রশাসনিক বৈঠক সেরেই মুখ্যমন্ত্রী যাবেন ইংলিশবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনসংযোগ মঞ্চে বক্তব্য রাখবেন। সেনিয়ে জেলায় ইতিমধ্যেই প্রবল আগ্রহ। রাতে তিনি সম্ভবত ফারাক্কায় থাকবেন। কারণ কাল শুক্রবার কলকাতায় ফেরার পথে নিজের চোখে ভাঙনের পরিস্থিতি দেখবেন। ইতিমধ্যে ভাঙন রোধে কেন্দ্রের কাছে বাংলা সাহায্য চেয়েছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাকে বঞ্চিত করা হয়েছে।

আরও পড়ুন:বাড়িতে ম্যারাথন তল্লাশির পর কৃষ্ণ কল্যাণীকে নিয়েই গাড়ির শো-রুমে আয়কর হানা