Wednesday, August 20, 2025

বাড়িতে ম্যারাথন তল্লাশির পর কৃষ্ণ কল্যাণীকে নিয়েই গাড়ির শো-রুমে আয়কর হানা

Date:

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, হিসাব বহির্ভূত সম্পত্তি ও আয়কর রির্টানে তথ্য গোপনের অভিযোগ তুলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে আয়কর হানা। বাড়ির পাশাপাশি বিধায়কের অফিস ও গ্রামের আদি বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়ে তল্লাশি চালান। হানা দেওয়া হয় বিধায়কের ফ্যাক্টরিতে। রাতভর ম্যারাথন তল্লাশির পর আজ, বৃহস্পতিবার ভোরে কৃষ্ণ কল্যাণীকে বাড়ি থেকে তাঁর বাইকের শো-রুমে নিয়ে যায় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:মর্মা.ন্তিক মৃ*ত্যু নিউটাউনের ভবঘুরে মহিলার!

এদিন ভোর চারটের কিছু পরে বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন বিধায়কও। রায়গঞ্জের বিধায়ককে সঙ্গে নিয়ে আয়কর আধিকারিকরা যান তাঁর সুদর্শনপুরে রয়্যাাল এনফিল্ডের শো-রুমে। সেখানেও কৃষ্ণ কল্যাণীর একটি অফিস রয়েছে। সেই অফিসেও কাল থেকে চলছে তল্লাশি। অনুমান, সেখানে কোনও আলমারি বা কোনও সিন্দুক খুলতে খোদ বিধায়ককে প্রয়োজন।

এদিকে বাড়ি থেকে বেরিয়ে অফিসের দিকে যাওয়ার আগে কৃষ্ণ কল্যাণী বলেন, “ওঁদের সঙ্গে পুরো সহযোগিতা করছি। ওঁরা ভাল ব্যবহার করেছে। আমি সন্তুষ্ট”। বিধায়ক আরও জানান, তদন্তকারীরা তাঁকে অফিসে নিয়ে যাচ্ছেন না। বরং তিনি নিজেই আধিকারিকদের সুদর্শনপুরের অফিসে নিয়ে যাচ্ছেন। এরপরই তাঁর ঘোষণা, “রায়গঞ্জের বিধায়ক কোনও দুর্নীতি করে না। মানুষের জন্য কাজ করে। কাল এটা প্রমাণ হয়ে যাবে।”



উল্লেখ্য, বুধবার সকাল আটটা থেকে রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী আয়কর দফতরের নজরদারিতে রয়েছেন। কৃষ্ণ কল্যাণী অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, “আমি তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছি। সত্যের জয় আমারই হবে। এখনও তল্লাশি চলছে।”

 

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version