Thursday, August 21, 2025

দুজনের সম্মতিতে স.হবাস কখনোই ধ.র্ষণ নয়! অভি.যুক্তকে মুক্তি হাই কোর্টের  

Date:

দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হলে কখনোই তাকে ধর্ষণ বলা যাবে না। শনিবার এক মামলায় একথাই স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। উল্লেখ্য, এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বহরমপুর কোর্ট (Berhampore Court) ২০২১ সালে সাজা শুনিয়েছিল। আর সেই রায়কে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশন দাখিল করা হয়। আর সেই মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত অভিযুক্তকে বেকসুর খালাস করে হাই কোর্ট সাফ জানিয়ে দিল, দুজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। একে কোনওভাবেই ধর্ষণ বলা যায় না। পাশাপাশি এদিন নাবালিকার বয়স নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

আদালত জানিয়েছে, অভিযোগকারিণী যে বয়ান দিয়েছেন তার সঙ্গে তাঁর বয়সের কোনও মিল নেই। অভিযোগকারিণীর দাবি ছিল, অভিযুক্ত ব্যক্তি তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে। যার জেরে তিনি গর্ভবতী হয়ে পড়েন এবং তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের নামে ভারতীয় দণ্ডবিধির ৪১৭ ও ৩৭৬ নম্বর ধারায় এফআইআর (FIR) দায়ের করে। অভিযোগকারিণী হাই কোর্টে অভিযোগ জানায়, মেয়েটির যখন ১৩ বছর বয়স ছিল তখন একাধিকবার তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি। কিন্তু পরবর্তীকালে শুনানির সময়ে জানা যায়, মেয়েটির বর্তমান বয়স ৩৭। আর সেকারণে অভিযুক্তকে প্যাঁচে ফেলতেই বিয়ে করাতে চাপ দেওয়া হয়। আর একারণেই অভিযুক্তের বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল।

তবে হাই কোর্ট আরও জানিয়েছে, অভিযোগকারিণীর বাবা, ঠাকুরদা এবং বোনও ধর্ষণের বিষয়ে এখনও পর্যন্ত আদালতে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। তবে সবদিক খতিয়ে দেখার পর হাই কোর্ট স্পষ্ট জানায়, এই মামলায় দুজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। তাই তাকে কোনওভাবেই ধর্ষণ বলা যায় না। এরপরই অভিযুক্তকে ধর্ষণের অভিযোগ থেকে বেকসুর খালাস করে দেয় হাই কোর্ট।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version