Saturday, August 23, 2025

ফের স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনে নিষেধাজ্ঞা জারি হাই কোর্টের, কারা রয়েছেন তালিকায়!

Date:

ফের রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তিন মাসের মধ্যে পর্ষদ ও সংশ্লিষ্ট স্কুল (School) কর্তৃপক্ষকে প্রাইভেট টিউশনে যুক্ত স্কুলশিক্ষকদের বিরুদ্ধে ব্য্বস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করবে আদালতই। শুক্রবার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যা সোসিয়েশনের তরফে একটি জনস্বার্থ দায়ের করা হয়। আগেও সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন অবৈধ বলে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। ওদিন নির্দেশে সেই কথা ফের জানায় আদালত। আদালতে অ্যা সোসিয়েশনের পক্ষের আইনজীবী একরামুল বারি জানান, মধ্যঅশিক্ষা পর্ষদের তরফে ২০১৮ সালে জারি করা রুল অনুযায়ী, পর্ষদের আওতাধীন স্কুলে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রাইভেট টিউশন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অভিযোগ, পড়ুয়াদের পরীক্ষায় (Examination) নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে বেশ কিছু স্কুলের কয়েকজন শিক্ষক প্রাইভেট টিউশন নিতে বাধ্যদ করছেন। অনেকে আবার বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটেও পড়াচ্ছেন। এটা আইনত অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন পর্ষদের তরফে আইনজীবী।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version