Thursday, November 13, 2025

লালবাজারে খুলছে কন্ট্রোল রুম! ‘মোকা’ মোকাবেলায় প্রস্তুত রাজ্য প্রশাসন

Date:

এখনও পর্যন্ত সঠিক গতিপথ জানা যায়নি, কিন্তু যতদিন যাচ্ছে ততই দুর্যোগের আশ.ঙ্কা বাড়ছে। আগামী দুদিনের মধ্যে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য বড় সতর্কবার্তা না এলেও ঘূর্ণিঝড় (Cyclone Mocha) মোকাবিলায় কোনওরকম খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। সূত্রের খবর, ঝড়ের জন্য আজ শনিবার থেকে একটি স্পেশাল কন্ট্রোল রুম (Special Control Room) খোলা হচ্ছে লালবাজারে (Lalbazar)। এখানেই বিভিন্ন দফতর একসঙ্গে থেকে বিপর্যয় মোকাবিলার কাজ করা হবে বলে জানা যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শুধু বাংলা বা উপকূলবর্তী রাজ্য নয় চিন্তা বেড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়েও। আগামীকাল থেকে এই সমস্ত এলাকায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সব বিনোদনমূলক অনুষ্ঠান ইতিমধ্যেই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দুর্যোগের আভাস পেতেই সতর্ক করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদেরও। শনিবার সকাল থেকেই লালবাজারে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হচ্ছে।এই পরিস্থিতিতে দেশের ৪টি রাজ্যকে সতর্ক করে দিল দিল্লির মৌসম ভবন(IMD)। এই ৪টি রাজ্য হল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা(Bengal)। মৌসম ভবন এদিন জানিয়েছে, আগামিকাল অর্থাৎ শনিবার ৬ মে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর পর আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবিবার নিম্নচাপ তৈরির পর ৮ মে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। ৯ মে তা অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে।


 

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version