Wednesday, August 27, 2025

অভিষেকের দেখানো পথে সিপিএমের ১কোটি সই এবং বিজেপির ১হাজার সভার কর্মসূচি

Date:

এ বার রীতিমতো চর্চায় এসে গেল এক কোটি সই! অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছেন, রাজ্যের এক কোটি সই নিয়ে কেন্দ্রকে চিঠি পাঠাবে শাসক তৃণমূল কংগ্রেস। মুখে যাই বলুক না কেন, তার দেখানো পথে এ বার বিরোধী দল সিপিএম এক কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহে চলতি মাসেই অভিযানে নামছে। শুধুমাত্র তাই নয়, অভিষেকের মতো সিপিএমের কোটি স্বাক্ষরের গন্তব্যও দিল্লি! তৃণমূল এক কোটি চিঠি পাঠাবে কেন্দ্রীয় সরকারের কাছে। আর সিপিএম এক কোটি সই পাঠাবে দেশের প্রধান বিচারপতির কাছে।

তৃণমূলের এক কোটি মানুষের সই সম্বলিত চিঠি পাঠানোর কর্মসূচির নেপথ্যে রয়েছে কেন্দ্রের ‘বঞ্চনা’র প্রতিবাদ এবং রাজ্যের পাওনা আদায়ের দাবি।
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকের পরে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, দুর্নীতির তদন্তের গতি যাতে ধীরে না হয়, সেই জন্য গণ-পিটিশনে আর্জি জানানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে।
সিপিএমের রাজ্য সম্পাদকের ঘোষণা, মে মাস জুড়ে রাজ্যের মানুষের কাছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে অন্তত এক কোটি সই সংগ্রহ করা হবে। সংখ্যাটা আরও বেশিই হবে। শুধু বামপন্থীদের কাছে নয়, যাঁরাই দুর্নীতির বিরুদ্ধে, সেই সব মানুষের কাছে আমরা যাব।
সিপিএমের মতো কর্মসূচি নিয়েছে বিজেপিও। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসংযোগ কর্মসূচিকে যে রীতিমতো ভয় পাচ্ছে বিজেপি তা তাদের ঘোষণাতে স্পষ্ট। ১০০ গেরুয়া নেতা রাজ্যজুড়ে এক হাজার সভা করবেন। তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।পঞ্চায়েত নির্বাচনকে কীভাবে ভোটের প্রস্তুতি নিতে হবে, সে ব্যাপারে প্রথম সারির নেতারা রাজনীতির পাঠ দেবেন সম্মেলন থেকে।
জানা গিয়েছে, পদ্ম শিবিরের টার্গেট ১ হাজার পঞ্চায়েত। সেই লক্ষ্যেই রাজ্যের ১০০ জন নেতার তালিকা তৈরি করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ১০০ জন নেতা মোট এক হাজার সভা করবেন।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version