Tuesday, December 16, 2025

DA আন্দোলনকারীদের মতানৈক্য চরমে , আজ মিছিল নাকি সমাবেশ, পাল্লাভারি কোনদিকে?

Date:

বকেয়া ডিএর দাবিতে হাজরা চত্বরে মিছিল, নাকি শহিদ মিনারে সমাবেশ? এই বিষয়টি নিয়েই DA আন্দোলনকারীদের নিজেদের মধ্যেই মতানৈক্য চরমে পৌঁছেছে। কার্যত দু’ভাগ সংগ্রামী যৌথ মঞ্চ। একই দাবিতে তৈরি একটি অরাজনৈতিক মঞ্চের নজিরবিহীনভাবে দুটি লবি। আর দুই গোষ্ঠীর তরফে পৃথক সাংবাদিক বৈঠক। একটি অংশ চাইছে মিছিল, অন্যরা চাইছে সমাবেশ।

আজ, শনিবার ধর্নার শততম দিনে আন্দোলনকারী সরকারি কর্মী-শিক্ষকেরা হাজরা মোড় থেকে জমায়েত করে আশুতোষ মুখার্জি রোড হয়ে ফের হাজরা মোড়ে পর্যন্ত মিছিল করবেন বলে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা হাইকোর্টের অনুমতিও পেয়েছিল। কিন্তু মঞ্চেরই অন্য একটি গোষ্ঠীর তরফে জানানো হয়, ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের অনেকেই মিছিলের পক্ষে নন।

মঞ্চের আহ্বায়ক বিশ্বজিৎ মিত্র বলেন, “আমরা আগেই চেয়েছিলাম ধর্নার শততম দিনটিতে শহিদ মিনারে একটি ঐতিহাসিক সমাবেশ করা হোক। কিন্তু অন্য কেউ তাতে কর্ণপাত করেননি।” তাঁর আরও অভিযোগ, ”আসলে মঞ্চের মধ্যে কেউ কেউ রয়েছেন, যাঁরা হাজরা চত্বরে যেহেতু বিশেষ কোনও কোনও ব্যক্তির বাড়ি, তাই সেখানেই মিছিল করতে চান।” অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, ”মঞ্চ একাধিক কর্মী সংগঠনের সমবায়। মোট ২৮টি সংগঠনের বৈঠকে ২১টি সংগঠনই চেয়েছিল হাজরায় মিছিল হোক। গণতন্ত্রে তো সংখ্যাগরিষ্ঠের মতামতাই গ্রাহ্য হয়।” সবমিলিয়ে ডিএ আন্দোলনকারীদের মঞ্চ কার্যত দু’টুকরো! তাই আজ মিছিল নাকি সমাবেশ, নাকি দুটোই, এদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন:জ.ঙ্গি দমন অভিযানে মৃ.ত বাংলার জওয়ান! শো.ক প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর


 

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version