Saturday, August 23, 2025

DA আন্দোলনকারীদের মতানৈক্য চরমে , আজ মিছিল নাকি সমাবেশ, পাল্লাভারি কোনদিকে?

Date:

বকেয়া ডিএর দাবিতে হাজরা চত্বরে মিছিল, নাকি শহিদ মিনারে সমাবেশ? এই বিষয়টি নিয়েই DA আন্দোলনকারীদের নিজেদের মধ্যেই মতানৈক্য চরমে পৌঁছেছে। কার্যত দু’ভাগ সংগ্রামী যৌথ মঞ্চ। একই দাবিতে তৈরি একটি অরাজনৈতিক মঞ্চের নজিরবিহীনভাবে দুটি লবি। আর দুই গোষ্ঠীর তরফে পৃথক সাংবাদিক বৈঠক। একটি অংশ চাইছে মিছিল, অন্যরা চাইছে সমাবেশ।

আজ, শনিবার ধর্নার শততম দিনে আন্দোলনকারী সরকারি কর্মী-শিক্ষকেরা হাজরা মোড় থেকে জমায়েত করে আশুতোষ মুখার্জি রোড হয়ে ফের হাজরা মোড়ে পর্যন্ত মিছিল করবেন বলে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা হাইকোর্টের অনুমতিও পেয়েছিল। কিন্তু মঞ্চেরই অন্য একটি গোষ্ঠীর তরফে জানানো হয়, ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের অনেকেই মিছিলের পক্ষে নন।

মঞ্চের আহ্বায়ক বিশ্বজিৎ মিত্র বলেন, “আমরা আগেই চেয়েছিলাম ধর্নার শততম দিনটিতে শহিদ মিনারে একটি ঐতিহাসিক সমাবেশ করা হোক। কিন্তু অন্য কেউ তাতে কর্ণপাত করেননি।” তাঁর আরও অভিযোগ, ”আসলে মঞ্চের মধ্যে কেউ কেউ রয়েছেন, যাঁরা হাজরা চত্বরে যেহেতু বিশেষ কোনও কোনও ব্যক্তির বাড়ি, তাই সেখানেই মিছিল করতে চান।” অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, ”মঞ্চ একাধিক কর্মী সংগঠনের সমবায়। মোট ২৮টি সংগঠনের বৈঠকে ২১টি সংগঠনই চেয়েছিল হাজরায় মিছিল হোক। গণতন্ত্রে তো সংখ্যাগরিষ্ঠের মতামতাই গ্রাহ্য হয়।” সবমিলিয়ে ডিএ আন্দোলনকারীদের মঞ্চ কার্যত দু’টুকরো! তাই আজ মিছিল নাকি সমাবেশ, নাকি দুটোই, এদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন:জ.ঙ্গি দমন অভিযানে মৃ.ত বাংলার জওয়ান! শো.ক প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর


 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version