Wednesday, December 17, 2025

অভাবেও হারায়নি প্রতিভা! ‘অবাক’ জুতো আবিষ্কার হুগলির ক্ষুদে পড়ুয়ার

Date:

নতুন জুতো আবিষ্কার করে রীতিমতো তাক লাগিয়ে দিল হুগলির (Hoogly) চন্দননগরের (Chandannagar) এক ক্ষুদে পড়ুয়া। হুগলি চন্দননগরের বারাসাত দেপারার নবম শ্রেণীর ছাত্র সৌভিক শেঠ (Souvik Seth) এমনই এক জুতোর আবিষ্কার করেছে। যা পরে হাঁটলেই তার থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ (Electric)। পাশাপাশি সেই বিদ্যুৎ দিয়েই মোবাইল চার্জ (Mobile Charging), জিপিএস ট্রাকিং (GPS Tracking) থেকে শুরু করে ক্যামেরা সবকিছুই চার্জ দেওয়া যাবে। আর হুগলির পড়ুয়ার এমন আশ্চর্য আবিষ্কারে কার্যত তাক লেগেছে রাজ্যবাসীর।

জানা গিয়েছে, পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তার মামার কাছে ইলেকট্রনিক্সের (Electtonics) কাজ দেখতো সৌভিক। আর সেখান থেকেই এই ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহ জাগে তার। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিজ্ঞান প্রদর্শন পুরস্কার পেয়েছেন চন্দননগর কানাইলাল স্কুলের ইংরেজি বিভাগের এই পড়ুয়া। সৌভিকের দাবি, এই জুতো পড়ে হাঁটলে বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। একটি ২ হাজার এমএএইচ ব্যাটারি সহজেই চার্জ হয়ে হবে। সৌভিক আরও জানিয়েছেন, শুধুমাত্র এক কিলোমিটার হাঁটলেই চার্জ হবে এই ব্যাটারি। আপাতত এই স্মার্ট জুতোর পুরো সিস্টেমটা বাইরে থেকে করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সমস্ত গ্যাজেটকে জুতোর সোলের মধ্যে ঢুকিয়ে নতুন করে তৈরি করা হবে। ইতিমধ্যে সেই কাজও শুরু করে দিয়েছে সৌভিক। তবে এর জন্য প্রয়োজন একটি জুতো প্রস্তুতকারক সংস্থার। যারা আর্থিকভাবে সৌভিককে সাহায্য করবে। যা জুতোর দুনিয়ায় নতুন দিশা আনবে। আর এই নতুন জুতো পরে উপকৃত হবেন ভ্রমণে বা পর্বতারোহনে বেরোনো যাত্রীরা।
সৌভিক আরও জানায়, ফেলে দেওয়া জিনিস দিয়ে এই স্মার্ট সু তৈরি করা হয়েছে। এই জুতার মধ্যে জিপিএস সিস্টেম রয়েছে যা শিশুদের ক্ষেত্রে অনেকটা সুবিধার। অনেক সময় শিশু চুরি হলে তা খুঁজে পেতে অনেকটা সময় লাগে। কিন্তু এই স্মার্ট শুরু পরানো থাকলে তা সহজেই খুঁজে পাওয়া যাবে। শুধু তাই নয় পরিবারের লোক দেখতে পাবে তার শিশু কোথায় রয়েছে। পাশাপাশি জুতোয় স্পাই ক্যামেরা (Spy Camera) লাগানো রয়েছে। তবে ভবিষ্যতে আইটিআই নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে সৌভিকের। যদি কোন বড় কোম্পানি যোগাযোগ করে তাহলে তার এই কাজ সার্থক হবে বলে মনে করছে সৌভিক। আপাতত এই জুতোকে কীভাবে আরও আধুনিক করা যায় সেটাই লক্ষ্য সৌভিকের।

তবে সৌভিকের এই স্বপ্নপূরণের পথে একমাত্র বাধা অর্থ। বাবা স্বরূপ শেঠ একজন দরিদ্র জুটমিল শ্রমিক ছিলেন। জানা গিয়েছে, এই মুহূর্তে জাপানের এক গবেষণা কেন্দ্র তাকে ডেকে পাঠিয়েছে। কিন্তু সবকিছুর মধ্যে এখনও অন্তরায় হয়ে দাড়াচ্ছে সেই টাকার সমস্যা।

 

 

Related articles

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে...

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...
Exit mobile version