Wednesday, December 17, 2025

মে মাসের শুরু থেকেই জুন মাসের মাঝামাঝি পর্যন্ত মেট্রোযাত্রীদের (Metro Passengers) দুর্ভোগের কথা আগেই আশঙ্কা করা হয়েছিল। সেই মতো শনিবার সকালে বেশ কিছুক্ষণের জন্য মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়লেন নিত্য যাত্রীরা। বেশ কয়েক দিন ধরেই মেট্রো দেরিতে চলছে বলে অভিযোগ করছিলেন যাত্রীদের একাংশ। শুধু তাই নয়, সময়ে মেট্রো না চললেও প্ল্যাটফর্মের ‘ডিসপ্লে বোর্ডে’ নিজে থেকেই পরের মেট্রোর সময় দেখানো হচ্ছে বলেও যাত্রীদের অভিযোগ। এর মধ্যে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয় যে আগামী এক মাসেরও বেশি সময় ধরে শনি ও রবিবার তিন ঘন্টার বেশি সময় ধরে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা (Metro Sevice Interrupted)। সেইমতো আজ শনিবার অর্থাৎ ৬ মে থেকে শুরু হল সমস্যা। আগামী ১১ জুন রবিবার পর্যন্ত দিনের একটা নির্দিষ্ট সময়ে মহানায়ক উত্তম কুমার (Tollygunge) থেকে কবি সুভাষ (New Garia) পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হতে চলেছে। আজ সকালের দিকে উল্লেখিত স্টেশন রুটে মেট্রো না থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘শুধুমাত্র শনি এবং রবিবার মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। সপ্তাহের বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে।’’

মেট্রো রেল সূত্রে খবর মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ এবং ‘মেগা পাওয়ার ব্লক’ (Mega Power Block) চলবে। আজকের পর ফের ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন— এই ৫টি শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত স্বাভাবিক মেট্রো চলবে। সকাল ১০টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সম্পূর্ন রুটে মেট্রো পরিষেবা মিলবে। রবিবার গুলোর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। আগামী ৭ , ১৪ , ২১ মে এবং ৪ জুন— এই ৪টি রবিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। আগামী ২৮ মে এবং ১১ জুন সকাল ৯টার বদলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টা থেকে।


 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version