Sunday, May 4, 2025

গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। আর এবার পদকজয়ী কুস্তিগিরদের প্রতিবাদ আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, “কুস্তিগিরদের যুদ্ধ লড়তে দিন। আমি জানি না, ওখানে কী হচ্ছে। সংবাদপত্র পড়ে শুধু জেনেছি। ক্রীড়া বিশ্বে এমন কিছু ঘটনা ঘটে, যা দেখে আমি বুঝেছি, কিছু ব্যাপারে কথা বলা উচিত নয় যেটা নিয়ে আমার সম্পূর্ণ ধারণা নেই।”

সৌরভ আরও বলেন, “আশা করি, সমস্যা মিটে যাবে। কুস্তিগিররা অনেক পদক জিতেছে এবং দেশের জন্য সম্মান এনেছে। আশা করি, দ্রুত সব কিছু ঠিক হয়ে যাবে।” বজরং পুনিয়া, বিনেশ ফোগাটদের ধর্না আন্দোলন নিয়ে সৌরভ মুখ খুললেও ভক্তদের ক্ষোভ আটকাতে পারেননি। ফ্যানেদের অনেকেই প্রাক্তন ভারত অধিনায়ককে নিশানা করেছেন কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে সমর্থনের বার্তা না-দেওয়ার জন্য।

এদিকে, বজরং পুনিয়াদের পর ফোগাট বোনেদের বাবা প্রাক্তন কুস্তিগির তথা জাতীয় কোচ মহাবীর সিং ফোগাট জানিয়েছেন, ন্যায়বিচার না-পেলে তিনিও পদক ফিরিয়ে দিতে চান সরকারকে। তিনি বলেন, “ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত। ওকে গ্রেফতার করা উচিত। ন্যায়বিচার না পেলে আমি পদক ফিরিয়ে দেব।”

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর অবশ্য আন্দোলনরত কুস্তিগিরদের উদ্দেশে বলেছেন, “ওদের দাবি মিটিয়েই দিল্লি পুলিশ নিরপেক্ষ তদন্ত চালাচ্ছে। আন্দোলনরত কুস্তিগিরদের উচিত তদন্ত করতে সাহায্য করা।”

আরও পড়ুন:ফের সোনা জয় ভারতের সোনার ছেলে নীরজের


 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version