Tuesday, August 26, 2025

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় চণ্ডীপুরে এক যুবকের মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। সেই ঘটনার তদন্তভার নিল সিআইডি। রবিবারই ঘটনাস্থল পরিদর্শনে যায় সিআইডি। তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও এদিন সিআইডির ওই প্রতিনিধি দল চণ্ডীপুর থানায় যায়। সেখানে ওসির সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। আটক গাড়িটিকে ফরেনসিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই পরীক্ষা করেছেন এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন।

এই ঘটনায় প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য সিআইডিকে জেলা পুলিশ সরবরাহ করবে এবং সহযোগিতা করবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ দে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের স্বার্থে চণ্ডীপুর থানার পুলিশ শুভেন্দু অধিকারীর কনভয়ের চারজনকে নোটিশ পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চারজন হলেন— সিকিউরিটি ইনচার্জ মহেন্দ্র সিং, পার্সোনাল সিকিউরিটি অফিসার প্রসেনজিৎ ঘোষ, কনস্টেবল মুকেশ কুমার এবং কনস্টেবল রঞ্জিত।
এই ঘটনায় ধৃত ঘাতক গাড়ির চালক আনন্দ কুমার পাণ্ডেকে তমলুক আদালত ব্যক্তিগত পাঁচ হাজার টাকার বন্ডে, তদন্তে সবরকম সহযোগিতা করার শর্তে জামিন দিয়েছেন। সেই গাড়ি চালককে ডেকে ঘটনার পুনর্নির্মাণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থল এবং ১১৬ বি জাতীয় সড়কের উপর বিভিন্ন জায়গার প্রয়োজনীয় ভিডিও ফুটেজ জোগাড় করেছে জেলা পুলিশ। সে সমস্ত কিছুই সিআইডির হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

 

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version