Sunday, December 7, 2025

অমৃতসরে স্বর্ণমন্দিরের কাছে বি.স্ফোরণ! গুরুতর জ.খম পুণ্যার্থীরা

Date:

Share post:

পাঞ্জাবের (Punjab) অমৃতসরের (Amritsar) স্বর্ণমন্দিরের (Golden Temple) দরবার সাহিবের কাছে ভয়াবহ বিস্ফোরণ। শনিবার গভীর রাতে এই বিস্ফোরণ হয় বলে খবর। এদিকে বিস্ফোরণে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এদিনের বিস্ফোরণের জেরে পার্কিং এরিয়া (Parking Zone) এবং আশপাশের রেষ্টুরেন্টের (Restaurant) জানলার কাঁচও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এদিকে, এদিন বিস্ফোরণের খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে কী কারণে এই বিস্ফোরণ তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বর্ণমন্দিরের কাছে এক রেস্তোরাঁয় চিমনি বিস্ফোরণের জেরেই এমন দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন বিস্ফোরণের জেরে বেশ কয়েকজন পর্যটক (Tourist) আহত (Injured) হয়েছেন। স্থানীয় রেস্তোরাঁর কাছে ঘুমন্ত এক ব্যক্তি আহত হয়েছে। অন্যদিকে একজনের হাতে গুরুতর আঘাত লেগেছে বলে খবর। তবে এদিন বিস্ফোরণের সময় সেখানে বহু মানুষের সমাগম হয় এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনার জেরেই মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

উল্লেখ্য, শনিবার সকালেই পাকিস্তানের লাহোরে গুলি করে হত্যা করা হয় মোস্ট ওয়ান্টেড জঙ্গি এবং খালিস্তানি কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং পঞ্জোয়ারকে। দেহরক্ষী থাকতেও দুই বন্ধুকধারীর গুলিতে এই জঙ্গি খতম হয় বলে খবর। ফলে তা থেকেই অশান্তি ছড়িয়েছে কি না তা নিয়েই অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করে। তবে এই আশঙ্কার কথা খারিজ করে দিয়েছে প্রশাসন।

তবে পুলিশের (Police) দাবি, এটা কোনও বোমা বিস্ফোরণের ঘটনা নয়। এসিপি জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই এদিন বিস্ফোরণস্থলে পৌঁছন তিনি। কিন্তু কোনও বোমা বিস্ফোরণ হয়নি। দরবার সাহিবের বাইরে পার্কিংয়ের জায়গায় একটি বড় সাইজের কাচের আয়না আছে। আর সেটি ভেঙে গিয়েই তার টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে এদিন তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে বিস্ফোরণের সঙ্গে জড়িত কোনও পদার্থ খুজে পাওয়া যায়নি বলেই সাফ জানিয়েছে পুলিশ।

 

 

spot_img

Related articles

সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড গোয়ার নৈশক্লাবে! মৃত অন্তত ২৫ আহত ৫০

শনির রাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় জনপ্রিয় নৈশক্লাব বির্চে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire erupts at a nightclub in...

অশিক্ষিত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’! ধারাবাহিকে বানান ভুল করতেই ট্রোলের মুখে স্বস্তিকা

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'। প্রথম দিন থেকেই কার্যত ছক্কা হাঁকাতে...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকগ্রাম মুখরিত, শুরু লোকসংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

রাজ্যের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে আরও উজ্জ্বল করে তোলার লক্ষ্যে লোকগ্রামে শুরু হল লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের...

‘পুরুষের গর্ভে’, উৎপল সিনহার কলম

টেনিদা যখন গড়গড়ির নলটা মুখে পুরে বসে আছে , আর সিন্ধুঘোটক যেন ' অর্ডার অর্ডার ' বলে চেঁচাচ্ছে...