Wednesday, August 20, 2025

বিজেপি বিরোধী জোটের সলতে পাকাতে এবার নবীনের কাছে নীতীশ, তালিকায় হেমন্তও

Date:

বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে বেশি কিছুদিন হল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বৈঠকেই সেই সমন্বয়র বার্তা দেয়া হয়। এরপর সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করেছেন নীতীশ। এবার চলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েকের (Nabin Pattanayek) সঙ্গে দেখা করতে। ৯ তারিখ ভুবনেশ্বরে গিয়ে নবীনের সঙ্গে বৈঠক করবেন পরিকল্পনা বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। এরপর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গেও ওই দিন দেখা করতে পারেন নীতীশ।

৯ তারিখ বেলা ১২টায় নবীন-নীতীশ বৈঠকের কথা রয়েছে। আধঘণ্টা বৈঠকের সূচি রয়েছে। ওই দিনই রাঁচি গিয়ে হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করার কথা বিহারের মুখ্যমন্ত্রীর। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভুবনেশ্বর গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করেন।

বেশ কয়েকদিন ধরেই অ-বিজেপি বিশেষ করে আঞ্চলিক দলগুলিকে একজোট করার কাজে নেমেছেন নীতীশ কুমার। সেই পর্যায়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক করেন এসপি নেতা অখিলেশ যাদব, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে। নীতীশের মতে, বিজেপিকে হারাতে হলে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে বিজেপি বিরোধী ভোটকে এক বাক্সে আনতে হবে। জেডিইউ সূত্রে খবর, কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন নীতীশ। এই নতুন Grand Alliance-এ একজন আহ্বায়ক ও একজন চেয়ারপার্সন থাকবেন। আহ্বায়ককেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে বলে সূত্রের খবর। জুন মাসেই এই GA-র কথা ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

 

 

 

Related articles

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...
Exit mobile version