Monday, November 10, 2025

প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে শুধুমাত্র মহিলারাই! কেন্দ্রীয় সিদ্ধান্তে শুরু বিত.র্ক  

Date:

আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে (Republic Day) কর্তব্য পথের কুজকাওয়াজে (Parade) শুধুমাত্র মহিলাদেরই (Womens) দেখতে পাওয়া যাবে। এবছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহিলারাই মার্চ করবেন। পাশাপাশি ট্যাবলোতেও (Tableau) শুধুমাত্র তাঁরাই থাকবেন। শুধু তাই নয়, অন্য সব পারফরম্যান্সে অংশগ্রহণ করতে দেখা যাবে মহিলাদেরই। দেশের মহিলাদের উৎসাহিত করতেই এমন পদক্ষেপ কেন্দ্রের মোদি সরকারের। তবে কেন্দ্রের এমন সিদ্ধান্তের পর উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, মুখে শুধু নারী স্বতন্ত্রের কথা বললেও মহিলাদের জন্য আদপে কিছুই করেনি মোদি সরকার। দেশের একাধিক জায়গায় মহিলাদের উপর হিংসার ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নিশ্চুপ। আর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহিলাদের অগ্রাধিকার দিয়ে কী বোঝানোর চেষ্টা করছে মোদি সরকার? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। অন্যদিকে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই বিষয়টি মাথায় রেখেই মোদি সরকারের মহিলাদের মন জয়ের চেষ্টা কী না তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

তবে ইতিমধ্যে এই মর্মে দেশের সেনাবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক (Central Defence Ministry)। মার্চ পাস্ট, মিলিটারি ব্যান্ড এবং ট্যাবলোয় কেবলমাত্র মহিলারাই প্রতিনিধিত্ব করবেন বলে সেই চিঠিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের এমন চিঠি পেয়ে অবাক হয়েছেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি বিষয়টি নিয়ে সরকারি মহলেও শুরু হয়েছে দ্বিধা। অনেকের মতে, দেশের সেনাবাহিনীতে এই বিশাল সংখ্যক মহিলা নেই যাতে কর্তব্যপথে শুধুমাত্র মহিলাদেরই দেখতে পাওয়া যাবে। বর্তমান ব্যবস্থায় পুরুষ ও মহিলা উভয়ই কুজকাওয়াজে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, দেশের সেনাবাহিনীতে মহিলাদের বিভিন্ন কম্যান্ডিং পদে নিযুক্ত করা হয়েছে। লিঙ্গ বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ। এমনকি ভারতের সশস্ত্র সেনাবাহিনীতেও তাঁরা রয়েছেন। জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি একটি বৈঠকে প্রজাতন্ত্র দিবসে মহিলাদের অংশগ্রহণ নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version