Monday, November 10, 2025

বিগত কয়েক মাস ধরে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে বারবার করে উঠে এসেছে ওএমআর শিট (OMR Sheet) বিকৃত করার অভিযোগ। এবার এই সংক্রান্ত বিতর্ক এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা পাবলিক সার্ভিস কমিশনের (PSC)। সূত্রের খবর যে তথ্যপ্রযুক্তি সংস্থা ওএমআর প্রস্তুতি, সরবরাহ ও সেগুলি মূল্যায়ণের দায়িত্বে থাকবে তার কাজের গুণগত মান ও কর্মীদের বিশ্বাসযোগ্যতার মূল্যায়নে এবার নয়া শর্তও আরোপ করছে পাবলিক সার্ভিস কমিশন (PSC)।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে বারবার করে ওএমআর কেলেঙ্কারির কথা উঠে এসেছে। অভিযুক্ত বেসরকারি সংস্থা গত এক বছর ধরে পিএসসি’র নিয়োগ পরীক্ষাগুলিতে OMR সরবরাহ ও মূল্যায়নের দায়িত্বে ছিল। এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নীলাদ্রি দাস সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরেই পিএসসি এই সংস্থার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে। যার ফলে নয়া তথ্যপ্রযুক্তি সংস্থা বাছাইতে গত ৮ এপ্রিল কমিশন যে টেন্ডারের নোটিশ দিয়েছিল, ১৯ তারিখ তারই সংশোধনীতে সর্তকতামূলক ব্যবস্থা হিসাবে নয়া শর্তগুলি আরোপ করা হয়েছে। যেখানে বলা হয়েছে —

 

• সংলিস্ট তথ্যপ্রযুক্তি সংস্থাকে ১০৫ gsm মোটা OMR শিটগুলির কাগজের গুণাগুণ সংক্রান্ত শংসাপত্র ল্যাব টেস্ট করে জমা দিতে হবে।

• সংস্থা আগে যেসব জায়গায় নিয়োগের দায়িত্ব সামলেছে, সেখান থেকে কাজ ১০০ শতাংশ সম্পন্ন করার ‘ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট’ আনতে হবে।

• শুধুমাত্র ওয়ার্ক অর্ডারে চলবে না। দুর্নীতি ঠেকাতে ওএমআর মূল্যায়নের ‘গোপন’ কাজে নিয়োজিত তথ্যপ্রযুক্তি সংস্থার প্রত্যেকের সম্পর্কে শংসাপত্র জমা দিতে হবে । (এর মাধ্যমে নিশ্চিত করা যাবে যে ওই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের আত্মীয়-পরিজন ওই নিয়োগ পরীক্ষায় বসছেন না।)

• এই ধরনের সংস্থার গত পাঁচ বছরে এক-একটি নিয়োগ পরীক্ষায় এক লক্ষেরও বেশি ওএমআর স্ক্যান করে মূল্যায়নের অভিজ্ঞতা জানা হবে।

• তথ্যপ্রযুক্তি সংস্থাকে প্রতি জেলায় প্রতিটি পরীক্ষাগ্রহণ কেন্দ্রের জন্য আলাদা করে সিল করা প্যাকেট ঠিকানা সহ পাঠাতে হবে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version