Thursday, August 21, 2025

বিগত কয়েক মাস ধরে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে বারবার করে উঠে এসেছে ওএমআর শিট (OMR Sheet) বিকৃত করার অভিযোগ। এবার এই সংক্রান্ত বিতর্ক এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা পাবলিক সার্ভিস কমিশনের (PSC)। সূত্রের খবর যে তথ্যপ্রযুক্তি সংস্থা ওএমআর প্রস্তুতি, সরবরাহ ও সেগুলি মূল্যায়ণের দায়িত্বে থাকবে তার কাজের গুণগত মান ও কর্মীদের বিশ্বাসযোগ্যতার মূল্যায়নে এবার নয়া শর্তও আরোপ করছে পাবলিক সার্ভিস কমিশন (PSC)।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে বারবার করে ওএমআর কেলেঙ্কারির কথা উঠে এসেছে। অভিযুক্ত বেসরকারি সংস্থা গত এক বছর ধরে পিএসসি’র নিয়োগ পরীক্ষাগুলিতে OMR সরবরাহ ও মূল্যায়নের দায়িত্বে ছিল। এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নীলাদ্রি দাস সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরেই পিএসসি এই সংস্থার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে। যার ফলে নয়া তথ্যপ্রযুক্তি সংস্থা বাছাইতে গত ৮ এপ্রিল কমিশন যে টেন্ডারের নোটিশ দিয়েছিল, ১৯ তারিখ তারই সংশোধনীতে সর্তকতামূলক ব্যবস্থা হিসাবে নয়া শর্তগুলি আরোপ করা হয়েছে। যেখানে বলা হয়েছে —

 

• সংলিস্ট তথ্যপ্রযুক্তি সংস্থাকে ১০৫ gsm মোটা OMR শিটগুলির কাগজের গুণাগুণ সংক্রান্ত শংসাপত্র ল্যাব টেস্ট করে জমা দিতে হবে।

• সংস্থা আগে যেসব জায়গায় নিয়োগের দায়িত্ব সামলেছে, সেখান থেকে কাজ ১০০ শতাংশ সম্পন্ন করার ‘ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট’ আনতে হবে।

• শুধুমাত্র ওয়ার্ক অর্ডারে চলবে না। দুর্নীতি ঠেকাতে ওএমআর মূল্যায়নের ‘গোপন’ কাজে নিয়োজিত তথ্যপ্রযুক্তি সংস্থার প্রত্যেকের সম্পর্কে শংসাপত্র জমা দিতে হবে । (এর মাধ্যমে নিশ্চিত করা যাবে যে ওই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের আত্মীয়-পরিজন ওই নিয়োগ পরীক্ষায় বসছেন না।)

• এই ধরনের সংস্থার গত পাঁচ বছরে এক-একটি নিয়োগ পরীক্ষায় এক লক্ষেরও বেশি ওএমআর স্ক্যান করে মূল্যায়নের অভিজ্ঞতা জানা হবে।

• তথ্যপ্রযুক্তি সংস্থাকে প্রতি জেলায় প্রতিটি পরীক্ষাগ্রহণ কেন্দ্রের জন্য আলাদা করে সিল করা প্যাকেট ঠিকানা সহ পাঠাতে হবে।

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version