Wednesday, December 17, 2025

মণিপুর নিয়ে মৌনব্রত ভাঙলেন শাহ, অশান্তি নিয়ে একাধিক মামলার শুনানি শীর্ষ আদালতে

Date:

Share post:

গত কয়েকদিন ধরে লাগাতার হিংসা ও বহু প্রাণধানের পর অবশেষে মৌনব্রত ভাঙলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহ(Amit Shah)। তাঁর দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। রাজ্যের সকল বাসিন্দাদের শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানান তিনি। এদিকে সোমবারও থমথনে রাজ্য মণিপুর(Maniur)। এই রাজ্যের অশান্তি নিয়ে মায়ের হওয়া একাধিক মামলা একত্র করে আজ শুনানি রয়েছে শীর্ষ আদালতে(Supreme court)।

মণিপুরে অশান্তির ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছিল আদালতে। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চে মণিপুরের যাবতীয় মামলার শুনানি হবে। মণিপুরের শাসক দল বিজেপির বিধায়ক তথা মণিপুর বিধানসভায় ‘হিলস এরিয়া কমিটি’র চেয়ারম্যান ডিনগ্যাংলাং গাংমেই মণিপুর হাই কোর্টের সাম্প্রতিক নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। মণিপুর ট্রাইবাল ফোরাম নামের একটি সংগঠনও রাজ্যের তফসিলি জনজাতিদের উপর আক্রমণের অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করেছে। এই যাবতীয় মামলার শুনানি রয়েছে সোমবার অর্থাৎ আজ।

উল্লেখ্য, মেটেই জনজাতি ও আদিবাসীদের সংঘর্ষের জেরে হিংসাদীর্ণ মণিপুর। আসলে মণিপুরের মেটেই জনজাতিকে তফসিলি উপজাতির তকমা দেওয়ার দাবি দীর্ঘদিনের। মণিপুরের বিজেপি সরকার সেই দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তাতেই ক্ষুব্ধ কুকি-সহ অধিকাংশ আদিবাসী সংগঠন। গত বুধবার থেকে চলা এই হিংসায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫৪ জন। গোটা রাজ্যজুড়ে ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি জারি করা হয়েছে কারফিউ। অশান্তির জেরে ঘর ছাড়া হয়েছে হাজার হাজার স্থানীয় বাসিন্দা। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর আরও বক্তব্য, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সবপক্ষের সঙ্গে আলোচনা হবে। কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের শঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

spot_img

Related articles

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...