Thursday, December 18, 2025

ইস্টবেঙ্গলের চমক, লাল-হলুদে মেম্বার্স লাউঞ্জ

Date:

Share post:

ইস্টবেঙ্গলের চমক। বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে ক্লাব আধুনিকীকরণে চমক দিল ইস্টবেঙ্গল। ক্লাবের নবনির্মিত মেম্বার্স লাউঞ্জের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নতুন মরশুমের আগেই সদস্য, সমর্থক ও লাল-হলুদ পরিবারকে উপহার ক্লাবের।

রবিবার সন্ধ্যায় ক্লাব তাঁবুতে এক অনুষ্ঠানে মেম্বার্স লাউঞ্জের উদ্বোধনে রীতিমতো চাঁদের হাট। মেয়রের পাশাপাশি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন বিভিন্ন স্পনসর কর্তা এবং ক্লাবের একঝাঁক প্রাক্তন ফুটবলার। ছিলেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সুরেশ চৌধুরীর নাতি অমরেশ চৌধুরী। নবনির্মিত মেম্বার্স লাউঞ্জ প্রতিদিন দুপুর ১২টা থেকে খোলা থাকবে। লাঞ্চ থেকে ডিনারে ভারতীয়, চাইনিজ, কন্টিনেন্টাল এবং যে কোনওরকমের স্ন্যাকস পাওয়া যাবে। এছাড়াও সবরকমের নরম পানীয় এবং হার্ড ড্রিঙ্কস এখানে পাওয়া যাবে। লাউঞ্জের উদ্বোধন করে মেয়র ববি হাকিম বললেন, ‘‘ইস্টবেঙ্গল ক্লাবে আধুনিকীকরণ দেখে খুব ভাল লাগছে। ফুটবলে হয়তো খারাপ সময় চলছে। আশা করি, দ্রুত ঘুরে দাঁড়িয়ে ট্রফি জয় শুরু করবে দল।’’

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার কর্তাদের বার্তা দিয়ে বললেন, ‘‘মোহনবাগানের স্পনসর, বিনিয়োগকারীরা যখন ভাল ফুটবলার সই করাতে কার্পণ্য করছে না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ছে তারা। অথচ, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীরা কোনওমতে একটা দল নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি চাই, ওরাও শক্তিশালী দল গড়ুক। ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য, গরিমা অক্ষত থাকুক। শুধু মাঠে মোহনবাগান-ইস্টবেঙ্গল লড়াই নয়, দলগঠন নিয়ে স্পনসর-লগ্নিকারীদের মধ্যেও লড়াই জারি থাকুক। এটাই আমরা চাই।’’

আরও পড়ুন:ব‍‍্যর্থ বাটলারের ৯৫, রাজস্থানকে ৪ উইকেটে হারাল হায়দরাবাদ

 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...