Wednesday, January 28, 2026

গরুপাচার মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদবৃদ্ধি লতিফের!

Date:

Share post:

গরুপাচার মামলায় নাম জড়ানো আব্দুল লতিফের শর্তসাপেক্ষে জামিন বহাল রাখল আদালত । যদিও জামিনের শর্ত খানিকটা শিথিল করার নির্দেশ দিলেন বিচারক। মামলার পরবর্তী হাজিরা ২০মে। তার আগে পর্যন্ত চার দিন অন্তর জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর সঙ্গে দেখা করতে হবে লতিফকে।

আরও পড়ুন:আসানসোল আদালতে হাজিরা গরুপাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের
সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর গত বৃহস্পতিবার সিবিআই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। এরপর ৬মে শুনানি থাকলেও কোর্টে আইনজীবী অনুপস্থিত থাকায় মামলার শুনানি পিছিয়ে সোমবার ধার্য হয়। আজ সাতসকালেই পৌঁছে যান গরুপাচার কাণ্ডে অভিযুক্ত লতিফ। আসানসোল বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে শুনানি শুরু হয় সকাল ৯টায়।




এদিন সিবিআই আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন ২৭ এপ্রিল অর্ডার দেওয়া হয়েছিল তিনদিন অন্তর সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে লতিফকে। সেই জিজ্ঞাসাবাদ কি যথেষ্ট নাকি আরও বেশি জিজ্ঞাসাবাদ প্রয়োজন?সিবিআই আইনজীবী বলেন, “৩ দিন অন্তর জিজ্ঞাসাবাদ যথেষ্ট।” অন্যদিকে, লতিফের আইনজীবী আবেদন করেন, সাতদিনে একবার করে জিজ্ঞাসাবাদ করলে ভাল হয়। ইলামবাজার থেকে তিনদিন অন্তর কলকাতা যাওয়া একটু কষ্টের। বিচারক সোমবার ফের লতিফের আইনজীবীকে সাবধান করে জানিয়ে দেন গরু পাচার-সহ অন্য কোনও অপরাধ সংক্রান্ত মামলায় যেন লতিফের নাম নতুন করে না জড়ায়। এরপরই শর্তসাপেক্ষেই সাময়িক জামিন বহাল রাখেন বিচারক।

 

 

spot_img

Related articles

আজকের রাশিফল

মেষ: ঘরের কোণে আজ সানাইয়ের সুর বাজার অপেক্ষা। শুভ কাজে বাধা কেটে যাবে। পকেটে টান পড়ার ভয় নেই,...

এভাবেই ভেঙে পড়বে বিজেপি! মেদিনীপুরে বিজেপির সভামঞ্চ ভেঙে পড়ায় কটাক্ষ তৃণমূলের

মেদিনীপুরে বিজেপির রাজনৈতিক অনুষ্ঠান চলাকালীন আচমকাই ভেঙে পড়ল মঞ্চ। হেলে পড়লেন রুদ্রনীল ঘোষসহ জেলা বিজেপির নেতৃত্ব। কোনওমতে পরিস্থিতি...

নীতীনের সফর, না মোনালির গান! বিজেপির পোস্টে বিনোদনের প্রচার, দ্বন্দ্ব দলের অন্দরেই

সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। রাজ্য বিজেপির নড়বড়ে সাংগঠনিক অবস্থাকে চাঙ্গা করতে সর্বভারতীয় সভাপতি আসবেন। অথচ বিজেপির অফিশিয়াল পেজ...

দুমাসে প্রতিশ্রুতি পূরণ: অভিষেকের নির্দেশ মেনে বালিতে ব্যাপক রাস্তা সংস্কার

মানুষের স্বার্থে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ৪ সেপ্টেম্বর হাওড়া সদর ও গ্রামীণের সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন তৃণমূল...