Saturday, August 23, 2025

কন্ট্রোল রুমে ফোন, নবান্নের উদ্যোগে অ.শান্ত মণিপুর থেকে ঘরে ফিরল বাংলার ১৮ পড়ুয়া

Date:

অশান্ত মণিপুরে (Manipur) জ্বলছে হিংসার আগুন। চলছে মৃত্যু মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীকেও। বিজেপি (BJP) শাসিত উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে শুরু থেকেই উদ্বিগ্ন ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুরে কাজে যাওয়া শ্রমিক হোক কিংবা পড়তে যাওয়া পড়ুয়া, তড়িঘড়ি তাঁদের বাংলায় ফেরানোর জন্য তৎপর ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে কন্ট্রোল রুম (Control Room) খোলা হয়েছিল নবান্নে (Nabanna)। সাহায্যের জন্য ফোন আসে সেই কন্ট্রোল রুলে। তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় নবান্ন। রাজ্যের উদ্যোগ্যে অগ্নিগর্ভ মণিপুর থেকে এবার নিরাপদে ঘরে ফিরলেন এরাজ্যের ১৮ জন পড়ুয়া (Student)।

বাংলা থেকে যাওয়া ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়ারা মণিপুরের হিংসা-অশান্তির ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছিলেন। জানা গিয়েছে, তাঁরা বিএসসি, এমএসসি এবং পিএইচডি-র ছাত্রছাত্রী। মণিপুরের বর্তমান পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত মনে করছিলেন না তাঁরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নবান্নে কন্ট্রোল রুমে বিষয়টি জানাতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় রাজ্য সরকার। আজ, সোমবার সকালেই রাজ্যে ফেরানো হল পড়ুয়াদের। সকাল ১০টা ১৫মিনিট নাগাদ তাঁরা শহরে পা রাখেন। শুধু ইম্ফল থেকে বিমানে কলকাতায় ফেরানোই নয়, দমদম বিমানবন্দর থেকে পড়ুয়াফের ঘরে ফেরানোর ব্যবস্থাও করেছে রাজ্য প্রশাসন।

গোটা বিষয়টি ছবি সহ টুইট করে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটে (Twitter) আরও জানান, শুধু পড়ুয়া নয়, মণিপুরে আটকে পড়া এরাজ্যের অন্যান্য জীবিকার মানুষদেরও নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যে কোনও জায়গায় নিরাপত্তাহীনতায় থাকা রাজ্যবাসীকে সবরকমভাবে সাহায্য করবে রাজ্য সরকার।

উল্লেখ্য, সম্প্রতি দুই জনজাতির গোষ্ঠী সংঘাতে অশান্ত মণিপুর। জ্বলছে অশান্তির আগুন। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। গৃহযুদ্ধ থামাতে জারি হয়েছে কারফিউ। বন্ধ ইন্টারনেট। নামাতে হয়েছে সেনা।

 

 

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version