Friday, August 22, 2025

আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিল খাপ পঞ্চায়েত

Date:

Share post:

২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছে পাঞ্জাব, হরিয়ানার খাপ পঞ্চায়েতের নেতারা। আর এবার আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সমাধানের সময়সীমা বেঁধে দিল খাপ পঞ্চায়েত।

খাপ নেতা এবং কৃষক নেতাদের নিয়ে ৩১ জনের একটি কমিটি তৈরি হয়েছে। এই কমিটিই আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। খাপ পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে আগামী ২১ মে-র মধ্যেই বজরং পুনিয়া, বিনেশ ফোগাটদের সমস্যা মিটিয়ে ফেলতে হবে। ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির যন্তরমন্তরে বসে আন্দোলন করছেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদকজয়ী একঝাঁক তারকা কুস্তিগির। শুরুতে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নিতে রাজি হয়নি দিল্লি পুলিশ। যদিও কুস্তিগিরদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত এফআইআর নেওয়া হয়।

এদিকে গতরবিবার প্রতিবাদী কুস্তিগিরদের আন্দোলনে শামিল হতে যন্তরমন্তরে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার কৃষক। সংযুক্ত কিষাণ মঞ্চের নেতারাও উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে গোটা দেশজুড়ে প্রতিবাদ মিছিল করা হবে।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ জিতিয়ে কী বললেন রাসেল-রিঙ্কু

 

 

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...