Saturday, August 23, 2025

আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিল খাপ পঞ্চায়েত

Date:

২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছে পাঞ্জাব, হরিয়ানার খাপ পঞ্চায়েতের নেতারা। আর এবার আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সমাধানের সময়সীমা বেঁধে দিল খাপ পঞ্চায়েত।

খাপ নেতা এবং কৃষক নেতাদের নিয়ে ৩১ জনের একটি কমিটি তৈরি হয়েছে। এই কমিটিই আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। খাপ পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে আগামী ২১ মে-র মধ্যেই বজরং পুনিয়া, বিনেশ ফোগাটদের সমস্যা মিটিয়ে ফেলতে হবে। ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির যন্তরমন্তরে বসে আন্দোলন করছেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদকজয়ী একঝাঁক তারকা কুস্তিগির। শুরুতে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নিতে রাজি হয়নি দিল্লি পুলিশ। যদিও কুস্তিগিরদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত এফআইআর নেওয়া হয়।

এদিকে গতরবিবার প্রতিবাদী কুস্তিগিরদের আন্দোলনে শামিল হতে যন্তরমন্তরে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার কৃষক। সংযুক্ত কিষাণ মঞ্চের নেতারাও উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে গোটা দেশজুড়ে প্রতিবাদ মিছিল করা হবে।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ জিতিয়ে কী বললেন রাসেল-রিঙ্কু

 

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version