Wednesday, August 20, 2025

অনাড়ম্বরেই অর্জুন স্রষ্টার শেষকৃত্য, রবি জন্মতিথিতে চোখের জলে বিদায়ের সুর!

Date:

‘কালপুরুষ’-এর ৬৪ বি, শ্যামপুকুর স্ট্রিটের (Shyampukur street) ঠিকানায় মঙ্গলের সকাল থেকেই লোকজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। প্রিয় সাহিত্যিককে শেষবার চোখের দেখা দেখতে রাজনৈতিক ব্যক্তিত্বের (Political Personal) আনাগোনা চোখে পড়ার মতো। সকলেই যে সমরেশ মজুমদারের (Samaresh Majumder) অনুরাগী। চোখের জলে বিনম্র অন্তিম শ্রদ্ধা নিবেদনে আট থেকে আশি দুপুরের আগেই পৌঁছে গিয়েছিলেন সাহিত্যিকের ঠিকানায়। বাবার ইচ্ছেকে মর্যাদা দিতে কন্যা দোয়েল মজুমদার (Doyel Majumder) আগেই অনাড়ম্বর শেষকৃত্যের কথা জানিয়েছিলেন। তাই নন্দন চত্বরে সম্মান জানানোর কোনও ব্যবস্থা করা হয়নি। অগত্যা ভিড় জমছিল বাড়িতেই।

সোমবারই শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee), দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi) সহ অন্যান্যরা। ২৫-শে বৈশাখের সকালে রবি উন্মাদনায় মত্ত বাঙালিয়ানতেও অর্জুন স্রষ্টার বিদায়ে মন খারাপের সুর। আজ সকালে সাহিত্যিকের বাড়িতে পৌঁছে মাল্যদান করে শ্রদ্ধা জানান মহানাগরিক ফিরহাদ হাকিম(Firhad Hakim)। উপস্থিত পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ও। উত্তরবঙ্গের পাহাড়ি নদী , চা বাগান থেকে বাংলাদেশের পাবনা, ময়মনসিংহকে যিনি এক সুত্রে যিনি গেঁথেছেন, তাঁকে প্রণাম জানান বাংলাদেশের উপ হাইকমিশনের আধিকারিকরাও। উপস্থিত ছিলেন বামফ্রন্টের তরফ থেকে বিমান বসু, মহাম্মদ সেলিম সহ অন্যান্যরা। সাহিত্যিকের লেখনীর গুণমুগ্ধ শমীক ভট্টাচার্যও আজ সমরেশ মজুমদারকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে তাঁর বাড়িতে যান। বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে চিরকালের জন্য সাহিত্যিক সমরেশ মজুমদারের নশ্বর দেহ নিয়ে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দেন আত্মীয়রা। দুপুর ১টা নাগাদ নিমতলা মহাশ্মশানে সাধারণ ভাবেই শেষকৃত্য সম্পন্ন হয়।


 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version