Wednesday, December 17, 2025

কর্নাটকে ভোটপ্রচারে বিচারাধীন বিষয়ে প্রকাশ্য বিবৃতি শাহের, ক্ষুব্ধ শীর্ষ আদালত

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) নাম না করে তাঁর আচরণের সমালোচনা করলো সুপ্রিম কোর্ট(Supreme court)। মঙ্গলবার সুপ্রিম কোর্ট কর্ণাটকে(Karnataka) মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণ প্রত্যাহার সংক্রান্ত একটি মামলার শুনানিতে, বিষয়টি নিয়ে রাজনৈতিক বিবৃতিকে গুরুতর ব্যতিক্রম হিসেবে গ্রহণ করেছে। এবং শাহের এখান আচরণে রীতিমত ক্ষুব্ধ দেশের শীর্ষ আদালত।

কর্নাটকে মুসলমানদের জন্য ওবিসি বিভাগে কয়েক দশক পুরনো চার শতাংশ সংরক্ষণ বাতিল করার কর্ণাটক সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকটি আবেদনের শুনানি চলছিল বিচারপতি কে এম জোসেফ, বিভি নগরথনা ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ’র বেঞ্চে। শুনানিতে আবেদনকারীরা ১০ মে কর্ণাটক নির্বাচনের আগে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে অভিযোগ করেন। প্রবীণ আইনজীবী দুষ্যন্ত দাভে, আবেদনকারীদের পক্ষে বলেন, নির্বাচনী প্রচারে অমিত শাহ “গর্বের সাথে বলছেন” যে তার দল মুসলমানদের কোটা প্রত্যাহার করেছে। দাভে বলেন, “প্রতিদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা মুসলমানদের কোটা বাতিল করেছি। সরকারের প্রতিনিধি মেহতা এখানে আছেন, এটা আদালত অবমাননা।”

এই অভিযোগ শুনে বিচারপতি বিভি নাগরথনা বলেন, “যদি এটি সত্য হয়, তাহলে কেন এই ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে? কিছু নিয়ন্ত্রণ থাকতে হবে … সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে। যখন বিষয়টি বিচারাধীন, তখন এই ধরনের প্রকাশ্য বিবৃতি দেওয়া উচিত নয়।”

সলিসিটর জেনারেল তুষার মেহতা, সরকারের পক্ষে উপস্থিত হয়ে দাবি করেছেন যে, “আদালতকে অমিত শাহের মন্তব্যের প্রসঙ্গ বা বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ প্রেক্ষাপট জানানো হয়নি। যদি কেউ বলে যে তারা মূলত ধর্ম-ভিত্তিক সংরক্ষণের বিরুদ্ধে, তবে এটি সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত।” তখন বিচারপতি বিভি নাগরথনা বলেন, “আপনি বলছেন যে চার শতাংশ সংরক্ষণ অসাংবিধানিক, এই মঞ্চ থেকে এই মামলায় সলিসিটর জেনারেল এবং কৌঁসুলি হিসাবে উপস্থিত হয়েছেন… আপনি এই বিবৃতি দিতে পারেন। কিন্তু পাবলিক প্লেস থেকে অন্য কেউ বিবৃতি দিচ্ছেন… তা সম্পূর্ণ ভিন্ন।” আদালত আগামী ২৫ জুলাই মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

spot_img

Related articles

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...