Tuesday, November 18, 2025

রবীন্দ্রনাথ নিয়ে পেট্রাপোল সীমান্তে শাহর মন্তব্যকে তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

রবীন্দ্রজয়ন্তীতে বঙ্গ সফরে এসে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।মঙ্গলবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠানের পর বেলায় বনগাঁর পেট্রাপোল সীমান্তে একটি অনুষ্ঠানে যান তিনি।আর সেখানেই দাবি করেন তিনি যে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা!এরপরই এআইটিসির তরফ থেকে টুইট করে তাঁর এই মন্তব্যের কটাক্ষ করে লেখা হয়,আরেকবার বিজেপি প্রমাণ করল তাদের নেতারা দেশের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। বরং ইতিহাস জানার পরিবর্তে এটি সংশোধন করার জন্য বেশি সময় ব্যয় করেন।

তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি ভারত এবং বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীত লেখার সম্মান অর্জন করেছেন।” এরপর ভারত-বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় ‘কার্গো’ দ্বারের উদ্বোধন করে অমিত শাহ বলেন, “ল্যান্ড পোর্ট অথিরিট অব ইন্ডিয়া ২০১৬-১৭ আর্থিক বর্ষে ১৮,০০০ কোটি টাকার ব্যবসা দিয়েছে। এখন তা ৩০,০০০ কোটি টাকার গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে।” পেট্রাপোল সীমান্তে যাত্রীদের পরিসংখ্যান তুলে দিয়ে তিনি আরও বলেন, “২০২২-২৩ সালে ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। প্রতিদিন ১১,০০০ যাত্রীর আগমন হয়েছে। দ্বিতীয় কার্গো গেট তৈরি হওয়ায় এই যাতায়াত আরও সুগম হবে।”

আজ, মঙ্গলবার দু’ঘণ্টার সফরে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল বন্দরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।এরপরই শাহ বিএসএফের পক্ষে সওয়াল করেন।ইতিমধ্যেই বিএসএফকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ইডির চার্জশিটে সরাসরি বিএসএফ–কে কাঠগড়ায় তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের একাংশের সহযোগিতায় গরুপাচার সম্ভব হয়েছে বলে মনে করে ইডি।তার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিএসএফের পক্ষে সওয়াল।

 

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version