Wednesday, November 5, 2025

আরও বিপাকে ট্রাম্প! লেখিকাকে ধ.র্ষণের দোষী সাব্যস্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট!

Date:

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন লেখিকা ই জিন ক্যারল। মার্কিন আদালত ওই মামলায় দোষী সাব্যস্ত করল ট্রাম্পকে। বিচারে যৌন নির্যাতন এবং লেখিকার মানহানির দায়ে ৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৪১০ কোটি জরিমানা করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। যদিও রায় ঘোষণার পর ট্রাম্পের দাবি, এই রায় ‘অপমানজনক’।

আরও পড়ুন:ইমরানের গ্রে.ফতারির পর নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও! আমেরিকা ও কানাডাতেও প্রতিবাদ

লেখিকা ক্যারল অভিযোগ করেছিলেন, নব্বই দশকের মাঝামাঝি ম্যানহাটনের একটি শপিং মলে তাঁকে যৌন নির্যাতন করেছিলেন ট্রাম্প। অভিযোগ, ওই শপিং মলের ট্রায়াল রুমে ক্যারলকে ধর্ষণ করেছিলেন তিনি। ক্যারলের আইনজীবীর দাবি করেন, তাঁর মক্কেল বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের শারীরিক শক্তির কাছে পেরে ওঠেননি। শুনানিতে ট্রাম্প দাবি করেন, “এমন কিছুই ঘটেনি।” লেখিকার আইনজীবীর দাখিল করা তথ্য প্রমাণ নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ছিল, “এগুলো বানানো”। যদিও সাক্ষ্য দিতে গিয়ে লেখিকা জানিয়েছিলেন, ট্রায়াল রুমে তাঁর ওপর জোর করেন ট্রাম্প। তাঁকে দেওয়ালে চেপে ধরেন। যোনিতে আঙুল ঢোকান। এরপর পুরুষাঙ্গ প্রবেশ করান। দুপক্ষের কথোপকথন শুনে শেষ পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে রায় ঘোষণা করে মার্কিন আদালত। ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে তাঁকে যৌন নির্যাতন এবং মানহানির দায়ে ৪১০ কোটি জরিমানা করা হয়েছে।রায় ঘোষণার পরেও ট্রাম্পের বক্তব্য, “এই মহিলাকে সত্যিই আমি চিনি না।এটা অপমানজনক রায়। মিথ্যের শিকার হচ্ছি আমি।”




এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস (Stormy Daniels) প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তারপর লেখিকা ই জিন ক্যারলের মামলা। এমনকী বুধবার আরও এক মহিলা ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। ৮১ বছরের জেসিকা লিডস আদালতে জানিয়েছেন, ট্রাম্প বিমানের বিজনেস ক্লাসে তাঁর স্কার্টের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন। তাঁর অভিযোগ, তাঁদের মধ্যে কোনও বাক্য বিনিময় হয়নি। ট্রাম্প তাঁর কাছে এসে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন, তাঁর স্তন খামচে ধরেছিলেন। জেসিকার কথায়, ”পুরো বিষয়টাই ছিল বিনা মেঘে বজ্রপাত।” সব মিলিয়ে একের পর এক অভিযোগে জেরবার ট্রাম্প।

 

 

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version