Monday, November 10, 2025

পদ্ম ছেড়ে ‘হাতে’ হাত কর্নাটকের! ২৪-এর কুর্সি বাঁচাতে বড় ‘ষড়যন্ত্র’ মোদির

Date:

ঘোড়া কেনাবেচার অঙ্কে কর্নাটকে ক্ষমতা দখল করে এতদিন শাসনকার্য চালানোর পর অবশেষে দক্ষিণ থেকে বিজেপিকে(BJP) চিরতরে মুছে ফেলল জনতা। অন্তত তেমনটাই পূর্বাভাষ দিল বুথ ফেরত সমীক্ষা(Exit Poll)। অন্যদিকে, ৫ বছর ধরে গেরুয়া শিবিরের দ্বারা প্রতারিত জনতার ক্ষোভের জেরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস(Congress)। বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে আসার পর খুশির হাওয়া হাত শিবিরে। তবে আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বিজেপি এই হারকে মোটেই ভালো চোখে দেখছে না। তাই ২৪-এ নিভু নিভু গেরুয়া প্রদীপ পুরোপুরি নিভে যাওয়ার আগে শেষ কামড় মারতে উদ্যত মোদি-শাহরা। এমনটা যে হতে পারে তা অনুমান করে আগেই পরিকল্পনা সাজিয়ে রাখা হয়েছে বিজেপির তরফে। পদ্ম শিবির থেকে সূত্রের খবর, কর্নাটকের পাশাপাশি আরও ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে চলতি বছর। ২৪ সালের পরিবর্তে চলতি বছরেই এই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের সঙ্গে একত্রে করানো হতে পারে লোকসভা নির্বাচন। সেক্ষেত্রে সাধারণ নির্বাচন এগিয়ে আনা হতে পারে ৫ থেকে ৬ মাস।

বুধবার Matrize-এর তরফে কর্নাটকের বুথ ফেরত সমীক্ষা বলছে, ২২৪ আসনের মধ্যে বিজেপি পেতে পারে মাত্র ৮৯-৯৪ টি আসন। জেডিএস পেতে পারে ২৫-৩৩ টি আসন। অন্যদিকে কংগ্রেস ১০৩-১১৮ আসন জিতে ক্ষমতায় আসবে দক্ষিনের এই রাজ্যে। পাশাপাশি ABP CVoter-এর দাবি ৮৮-৯৮ আসন পেতে পারে বিজেপি, জেডিএস পেতে পারে ২১-২৬ এবং কংগ্রেস পেতে পারে ৯৯-১০৯ আসন। Republic exit poll-এর দাবি, ৮৫-১০০ আসন পেতে পারে বিজেপি, জেডিএস পেতে পারে ২৪-৩২ এবং কংগ্রেস পেতে পারে ৯৪-১০৮ আসন। TV9-এর সমীক্ষার দাবি, ৮৮-৯৮ আসন পেতে পারে বিজেপি, জেডিএস পেতে পারে ২১-২৬ এবং কংগ্রেস পেতে পারে ৯৯-১০৯ আসন।

কর্নাটকের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে আসার পর রীতিমতো চাপে বিজেপি। তবে এমনটা যে হতে পারে অনুমান করে বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে গেরুয়া শিবির। আপাতত ভোটের ফল বেরোনোর অপেক্ষা। বিজেপি সূত্রের খবর, কর্নাটকে ফলাফলের এই ধাক্কা সামলাতে প্রথমেই মন্ত্রিসভায় রদবদল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নম্বর কম পাওয়া মন্ত্রীদের ছেঁটে ফেলে আসন্ন ৫ বিধানসভা নির্বাচনের দিকে নজর দিয়ে আনা হতে পারে বেশ কিছু নতুন মুখ।

বিজেপি সূত্রে সবচেয়ে বড় যে বিষয়টি প্রকাশ্যে আসছে তা হল, এই ধাক্কা সামাল দিতে এগিয়ে আনা হতে পারে ২০২৪ সালে হতে চলে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই আরএসএস প্রধানের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানায়। জানা যাচ্ছে, এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন একত্রে করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সবকিছু ঠিকঠাক এগোলে এই ৫ রাজ্যের সঙ্গেই হবে লোকসভা নির্বাচন। যদিও গোটা পরিকল্পনা ঠিকঠাক ভাবে এগোতে একটি জায়গাতেই বিপত্তি বেধেছে, তা হল রামমন্দির ও সেন্ট্রাল ভিস্তা প্রকল্প। কারণ লোকসভা নির্বাচনের আগে এই দুটি কাজ সম্পন্ন করে উদ্বোধনের কথা ছিল মোদির। তবে লোকসভা ভোট ৫-৬ মাস এগিয়ে আনলে এই দুইয়ের কাজ কি নির্ধারিত সময়ের আগে সম্পন্ন করে উদ্বোধন সম্ভব! সেটাই ভাবাচ্ছে মোদিকে। তবে লোকসভা ভোটের ভবিষ্যৎ যে পথেই এগোক না কেন, কর্নাটকের হার মোদিকে সঙ্কেত দিয়ে দিল বিদায় ঘণ্টা বেজে গিয়েছে গেরুয়া শিবিরের। তাই শেষ বেলায় তরী বাঁচাতে ভোট এগিয়ে আনার বিষয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন মোদি-শাহরা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version