Wednesday, November 5, 2025

সাতসকালে রাজভবনের কাছে এক বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে।ডালহৌসি চত্বরের দাউদাউ করে বহুতলে আগুন দেখে খবর দেওয়া হয় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে জোরকদমে আগুন নেভানোর কাজ।এদিকে আগুন লাগার খবর পেতেই রাজভবন থেকে বেরিয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস।বিধ্বংসী আগুনের ঘটনার খবর পেয়ে নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার আগেই ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:অ*শান্ত মণিপুর থেকে আরও ৩৫ জন পড়ুয়াকে ঘরে ফেরাল নবান্ন!

বুধবার সকাল ১০টা নাগাদ বিবাদী বাগ চত্বরে টেলিফোন ভবনের কাছেই একটি বহুতলে আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। যে বহুতলে ওই আগুন লেগেছে সেটির নাম শরাফ হাউস। তার ভিতরে রয়েছে বেশ কিছু অফিস। এর মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দফতরও। অনুমান, ওই ব্যাঙ্কের ক্যান্টিন থেকেই আগুন লেগেছে। কারণ আগুন লাগার আগে সেখান থেকে একটি জোরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তার পরেই আগুন ছড়িয়ে পড়ে শরাফ হাউসের উপরের বেশ কয়েকটি তলে।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। অন্তত দশটি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে। কিন্তু নীচে দাঁড়িয়ে হোস পাইপের জল উপর পর্যন্ত না পৌঁছানোয় আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে দমকলবাহিনী সূত্রে খবর। এলাকায় পৌঁছেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ‘‘ওই বহুতলের ভিতরে কেউ আটকে নেই। তবে একজন রক্ষীর সামান্য জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’’ একই সঙ্গে কমিশনার জানিয়েছেন, ওই আগুন যাতে আশপাশের বহুতলগুলিতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর। রাজ্যপালকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলতে।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version