Friday, May 16, 2025

এখনও উত্তপ্ত মণিপুর।দফায় দফায় চলছে বিক্ষোভ। এই পরিস্থিতির মধ্যেই বাংলার পড়ুয়াদের ঘরে ফেরাতে তৎপর নবান্ন। মঙ্গলবার রাতে মণিপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া ৩৫ পড়ুয়াকে ফেরানো হয়েছে।কলকাতা বিমানবন্দর থেকে তাঁদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নবান্নের তরফে।

আরও পড়ুন:“রেল স্টেশনে আমার স্যুটকেস বয়ে নিয়ে যেতো”, কলকাতায় দাঁড়িয়ে মোদিকে তোপ সুব্রহ্মণ্যম স্বামীর

আরও পড়ুন:দাদুর সঙ্গে দেখা করে ক্লান্তি উধাও: কুসুম্বায় মামাবাড়িতে অভিষেক

প্রশাসনের তরফে খবর, মঙ্গলবার রাতে মোট ৩৫ জন পড়ুয়াকে মণিপুর থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। তাঁদের জন্য ইম্ফলে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। ৩৫ পড়ুয়াদের মধ্যে ১৩ জন মণিপুরের ন্যাশনাল স্পোর্টস বিশ্ববিদ্যালয়, ১৪ জন এনআইটি, ৩ জন ইম্ফর আইআইটি ও ৫ জন আরআইএমএসের পড়ুয়া। ঘরে ফেরা পড়ুয়াদের মধ্যে দার্জিলিং, কোচবিহার, মালদহ, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া দুই ২৪ পরগনা ও কলকাতার বাসিন্দাও রয়েছে।
প্রসঙ্গত, মণিপুরে অশান্তি ছড়াতেই তৎপর হয়ে ওঠে রাজ্য সরকার। নবান্নের তরফে চালু করা হয় হেল্পলাইন নম্বর। উত্তর-পূর্বের রাজ্যে আটকে পড়া বাংলার ছাত্রছাত্রীদের ঘরে ফেরানোর প্রক্রিয়ায় শুরু করেছিল নবান্ন। এমনকী, মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে সেফ প্যাসেজ করে দেওয়ার আর্জিও জানিয়েছিলেন। তাঁর চিন্তা ছিল, অনেক পড়ুয়াই মণিপুরের প্রান্তিক এলাকায় থাকেন। যাদের বিমানবন্দরে পৌঁছতেই বেগ পেতে হতে পারে। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেই মঙ্গলবার রাতে ঘরে ফিরল ৩৫ পড়ুয়া।

 

 

Related articles

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা...

গাড়ির যান্ত্রিক ত্রুটি-দূষণ পরীক্ষায় রাজ্যে হচ্ছে ১২টি আধুনিক ATS

গাড়ির যান্ত্রিক ত্রুটি ও দূষণ নিয়ে প্রশ্নের সমাধানে রাজ্যে গড়ে উঠছে ১২টি আধুনিক অটোমেটেড টেস্টিং স্টেশন (ATS)। পরিবহন...

পরিচয় জানলে ব্যোমিকাকেও ছাড়তেন না! বিজেপির জাতিবিদ্বেষের পর্দাফাঁস সপা নেতার

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্ণেল সোফিয়া কুরেশি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তবে...

টুটু বোসের ইস্তফা নিয়ে শুক্রবারও সিদ্ধান্ত হল না

শুক্রবারের কার্যকরী সমিতির বৈঠকেও টুটু বোসের(Tutu Bose) ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এর আগে একটা...
Exit mobile version