Friday, December 19, 2025

ভারতের জন্য বিপজ্জনক অস্থির পাকিস্তান: ইমরান গ্রেফতারে উদ্বিগ্ন ফারুক

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan) গ্রেফতারিতে ব্যাপক হিংসা ছড়িয়েছে পাকিস্তানের(Pakistan) মাটিতে। ঘটনার জেরে দফায় দফায় হিংসার জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে প্রতিবেশী রাষ্ট্রে। তবে এই ঘটনার রেশ কাশ্মীর উপত্যকায় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তে রীতিমতো হাইঅ্যালার্টে রয়েছে সেনাবাহিনী(Indian Army)। পাক পরিস্থিতি নিয়েই এবার উদ্বেগ প্রকাশ করলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা(Farooq Abdulla)। জানালেন, ‘অস্থির পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক।’

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে ন্যাশ্নাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা বলেন, “অস্থির পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক। ঘাতকের হাতে প্রাণ দিতে হয়েছিল দেশটির প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানকে। ফাঁসি কাঠে ঝুলতে হয় জুলফিকার আলি ভুট্টোকে। তাঁর মেয়ে বেনজির ভুট্টোকেও হত্যা করা হয়। সবমিলিয়ে দেশটির ইতিহাসে এহেন ঘটনার অভাব নেই।” একইসঙ্গে তিনি আরও বলেন, “ভারতীয় উপমহাদেশে শান্তি বজায় রাখতে স্থিতিশীল পাকিস্তান জরুরি। অর্থনৈতিক বিপর্যয় ও প্রাকৃতিক বিপর্যয়ে দেশটির বর্তনাম পরিস্থিতি খুব ভাল নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সেখানে খুবই জনপ্রিয়। আশা করি তাঁর কোনও ক্ষতি হবে না। এবং তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হবে।”

উল্লেখ্য, পাক পরিস্থিতির দিকে নজর রেখে ইতিমধ্যেই সিমান্তে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানে গণতান্ত্রিক সরকারের পতন ঘটলে বা মৌলবাদী শক্তি ক্ষমতায় এলে কাশ্মীর উপত্যকায় জেহাদি গতিবিধি আরও বাড়তে পারে। প্রসঙ্গত, মঙ্গলবার লাহোর থেকে ইসলামাবাদ হাই কোর্টে পৌঁছনোর পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময় আদালতে ঢুকে ইমরান খানকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। ৭০ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে মোট ১২১টি মামলা রুজু হয়েছে।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...