Sunday, May 11, 2025

তৃণমূলের অভিযোগ সত্যি প্রমাণ হল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাম বামের জোট হতে চলেছে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি নেতা ও সিপিএম নেতা  সবং ব্লকের  ১২ নম্বর বুড়াল গ্রাম পঞ্চায়েতের উচিতপুর গ্রামে প্রায়  দু’ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করলেন। মঙ্গলবার এর ওই বৈঠকে ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি ও সিপিএম দলের রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি হরেকৃষ্ণ সামন্ত।

এবিষয়ে সিপিএম নেতা হরে কৃষ্ণ সামন্ত কিছু বলতে চাননি। বিজেপি নেতা অমূল্য মাইতি জানান, তাঁরা দুজনেই সবং থেকেই রাজনৈতিক পরিচয় পেয়েছেন। ভোটে নির্বাচিত হয়েছেন। তাই সবং এর উন্নয়ন নিয়ে শাসক দলের জাহির করা তথ্য যে ভুল তা মানুষের সামনে তুলে ধরতে বৈঠক করেছেন। এতে অন্যায়ের কিছু নেই।

সবংয়ের ভূমিপুত্র মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া তীব্র কটাক্ষ করে বলেন, সিপিএম বিজেপি হল জগাই-মাধাই। এদের সঙ্গে জুটেছে কংগ্রেসও। রাম আর বামের গোপন আঁতাত রয়েছে তা সকলেই জানেন। রাজ্যবাসীকে বলব আপনারা সতর্ক হন। এদের বিশ্বাস করবেন না। জগাই-মাধাই-গদাই এই তিন মিলে রাজনৈতিক ষড়যন্ত্র করছে বাংলায়। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। রাজনীতিতে জমি না পেয়ে গোপন বোঝাপড়া তৈরি করে ষড়যন্ত্রের রাজনীতি করছে জগাই-মাধাই-গদাইরা।

 

Related articles

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান...

ফের পাক প্ররোচনা! সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হামলায় শহিদ BSF সাব ইন্সপেক্টর

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। ৩...

সংঘর্ষ বিরতির পরে আইপিএল-এর ভবিষ্যৎ কী: রবিবার বৈঠকে সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য সাময়িক স্থগিত করা হয়েছিল আইপিএল (IPL)। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া...

উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা!  মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে রাজ্যে বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী...
Exit mobile version