Wednesday, December 10, 2025

প্রাপ্য টাকা ছিনিয়ে আনব: লাভপুর থেকে দিল্লি ঘেরাওয়ের ডাক অভিষেকের

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে(Panchayet Election) মাথায় রেখে রাজ্যজুড়ে জনসংযোগ কর্মসূচিতে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বৃহস্পতিবার এই কর্মসূচির ১৭ তম দিনে বীরভূমের(Birbum) লাভপুরের সভা থেকে কেন্দ্রকে তীব্র হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ(TMC MP)। কড়া ভাষায় জানালেন, প্রাপ্য বকেয়া টাকা পেলে দিল্লি(Delhi) ঘেরাও করব।

এদিনের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “একুশের নির্বাচনে বাংলায় হেরে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। খেটে খাওয়া বাংলার মানুষের প্রাপ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে। যার মধ্যে সাড়ে ৭ হাজার কোটি টাকা ১০০ দিনের কাজের টাকা। এছাড়াও আবাস, সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিলের টাকা আটকেছে।” এরপরই হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “প্রয়োজন হলে কেন্দ্রের গামোন্নয়ন মন্ত্রকের দফতর কৃষি ভবনের বাইরে আমি দাঁড়িয়ে থেকে আন্দোলন করব। যতদিন না টাকা আদায় হবে ততদিন। আমাদের প্রাপ্য টাকা আমরা ছিনিয়ে আনব।” একইসঙ্গে জানান, “গতকাল রাত অবধি ১০ লক্ষ চিঠি ইতিমধ্যেই সাধারণ মানুষ লিখেছে। আগামী দিন এই চিঠি সামনে রেখে আমরা দিল্লি যাব। কোনও নেতার ক্ষমতা নেই এই টাকা আটকে রাখবে। যতদিন সময় লাগুক টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনার দায়িত্ব আমার। শুধু আপনাদের বলব আপনারা মানুষকে সংগঠিত করুন। চোখে চোখ রেখে, মেরুদণ্ড সোজা রেখে টাকা আদায় করব। এক ছটাক জমি ও ১ ইঞ্চি মাথা আমরা নত করব না। যতদিন না আমাদের প্রাপ্য আমরা ছিনিয়ে আনছি ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে।”

এর পাশাপাশি বীরভূম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শুধুমাত্র এই বীরভূম জেলায় গত ৩ বছরে ৮ লক্ষ ৪৫ হাজার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। ২০ লক্ষ ৫৪ হাজার ছেলে মেয়ে ঐক্যশ্রী পাচ্ছে, ১০ লক্ষ ৯৪ হাজার স্বাস্থ্যসাথী কার্ড, ৩৬ লক্ষ ৩৩ হাজার মানুষ খাদ্য সাথিতে বিনামূল্যে রেশন পাচ্ছেন, ৫লক্ষ ৩০ হাজার মানুষ দুয়ারে সরকারে জাতিগত শংসাপত্র পেয়েছেন, ২০ হাজার জয় জোহার, ৫৬ হাজার তপশীলি বন্ধু এবং ৩ লক্ষ ১২ হাজার মেয়ে কন্যাশ্রী পেয়েছে।

spot_img

Related articles

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স পাণ্ডিয়ার, টি২০-র শুরুতেই দাপুটে জয় ভারতের

একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে...