Monday, November 10, 2025

মঙ্গলবারই জমি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতার (Arrest) করেছিল পাক রেঞ্জার্স (Pak Rangers)। আর সেই মামলায় বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে (Supreme Court of India) বড়সড় স্বস্তি পেলেন পিটিআই (PTI) নেতা। এদিন পাক সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, ইমরান খানের গ্রেফতারি পুরোপুরি বেআইনি। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। এক পাক সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই খবর। আল কাদির ট্রাস্টের জমি সংক্রান্ত মামলায় গ্রেফতারির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান। সেই মামলার শুনানিতেই সে দেশের প্রধান বিচারপতি উমর অটা বান্ডিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ইমরানকে এক ঘণ্টার মধ্যে আদালতে নিয়ে আসার নির্দেশ দেয়।

এদিকে বুধবারই পাকিস্তানের দুর্নীতি দমন আদালত ৮ দিনের জন্য ইমরানকে এনএবি-র (NAB) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। আর তার চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরতেই বড় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে এদিন পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টের মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করতে ন্যাশনাল এনএবি-কে নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এদিন যথাসময়ে ইমরানকে আদালতে পেশ করা হয়। তবে দীর্ঘক্ষণ সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি সাফ জানিয়ে দেন, ইমরানের গ্রেফতারি পুরোপুরি বেআইনি। এই মামলায় বৃহস্পতিবারই ‘উপযুক্ত’ রায় দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি। তবে বৃহস্পতিবারই গিলগিট-বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদকে (Khalid Kurshid) ‘হাউস অ্যারেস্ট’ (House Arrest) করল শেহবাজ শরিফের প্রশাসন। গিলগিট-বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ PTI-এর অন্যতম শীর্ষ নেতা। আর সেজন্যই তাঁকে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে খবর।

তবে সময় যত গড়াচ্ছে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে পাকিস্তানের (Pakistan) পরিস্থিতি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি পাকিস্তানের। ইতিমধ্যে ইমরান খানের মুক্তি চেয়ে পথে নেমেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের কর্মী-সমর্থকরা। ইসলামাবাদ থেকে শুরু করে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, পঞ্জাব, সিন্ধ সহ একাধিক জায়গায় দফায় দফায় পুলিশ ও সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পিটিআই সমর্থকরা। পাল্টা পদক্ষেপ করেছে পুলিশ ও সেনাও। বিক্ষোভকারীদের উপরে লাগাতার গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ-প্যারা মিলিটারি বাহিনী, এমনটাই অভিযোগ পিটিআই সমর্থকদের। এদিকে বুধবার মধ্য রাতে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ। ইমরান খানের দল পিটিআইয়ের তরফে জানানো হয়েছে, ইমরান খানের মুক্তি চেয়ে জমায়েতেও নির্বিচারে গুলি চালানো হচ্ছে। বিক্ষোভকারীদের সরাতে কাদানে গ্যাস, জল কামানও ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, ৭০ বছরের পিটিআই নেতার বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১২১টি মামলা রুজু হয়েছে। বিশ্বাসঘাতকতা ও ধর্মের অবমাননা থেকে হিংসা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার মতো নানা অভিযোগ উঠেছে ইমরানের বিরুদ্ধে। তবে এদিন সুপ্রিম নির্দেশের পর ইমরান যে বড় স্বস্তি পেলেন তা আর বলার অপেক্ষা রাখে না।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version