Sunday, August 24, 2025

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে এবার বিস্ফোরক রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস (TMC MLA) বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। গতকাল অর্থাৎ বুধবার তাঁর নাম না করে বিধায়কের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং গয়না উদ্ধার হয়েছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকী আয়কর দফতরের (Income tax department) বিবৃতি প্রকাশের দাবি জানিয়েছিলেন তিনি। এরপর আজ বৃহস্পতিবার বিরোধী দলনেতার বিরুদ্ধে বিষ্ফোরক হলেন কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। বিরোধী দলনেতাকে লোডশেডিং অধিকারী বলেও সম্বোধন করেন বিধায়ক।

এদিন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক বিরোধী দলনেতাকে লোডশেডিং নেতা বলে জানান। তিনি বলেন, “লোডশেডিং অধিকারীর যদি সৎ সাহস থাকত তাহলে আমার নাম কৃষ্ণ কল্যাণী বলে সম্বোধন করে এই কথাগুলি বলত। উনি যে মিথ্যা কথা বলছেন এবং আমি যে মানহানি মামলা করব, সেটা বুঝতে পেরেই আমার নাম উচ্চারণ করেননি।” তিনি আরও বলেন, “বিজেপির বর্তমান পরিস্থিতি খারাপ হয়েছে বিরোধী নেতার জন্য। আগামী পঞ্চায়েত নির্বাচনের পর আরও মানুষ ওই দল থেকে মুখ ফিরিয়ে নেবেন। নারদা, সারদা থেকে টাকা নেওয়া ওই নেতার জন্যই। ওনাকে বলছি ওয়াশিং মেশিন ফর্মুলা নয়, প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফেলুন। আপনার টাকা নেওয়া চেহারা বাংলার মানুষ অনেক আগেই দেখে ফেলেছে।”

উল্লেখ্য, গত ৩ মে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় আয়কর দফতর। টানা জেরা ও তল্লাশির পর ইডি আধিকারিকরা বেরিয়ে যান। কিন্তু তখন তাঁরা টাকা উদ্ধারের বিষয়ে কিছুই জানাননি। তাহলে বিরোধী দলনেতা কোথা থেকে এসব উদ্ভট তথ্য পাচ্ছেন?

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version