ছোটবেলার কোচকে নিয়ে বিরাট বার্তা কোহলির

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন," কিছু কিছু ক্রীড়াবিদের কাছে খেলাধুলো বরাবরই দ্বিতীয় স্থানে থাকে।

0
1

ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ছোট বেলার কোচকে নিয়ে বিরাট বার্তা ভারতের প্রাক্তন অধিনায়কের। বললেন, আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ রাজকুমার স্যারের কাছে।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন,” কিছু কিছু ক্রীড়াবিদের কাছে খেলাধুলো বরাবরই দ্বিতীয় স্থানে থাকে। আমার মতে, প্রথম দিন থেকে যাঁরা আপনার উপর বিশ্বাস রেখেছেন তাঁদের নিয়ে উচ্ছ্বসিত হওয়াটা গুরুত্বপূর্ণ। আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ রাজকুমার স্যারের কাছে, যিনি শুধু আমার কাছে একজন কোচ নন, একজন পথপ্রদর্শক। যিনি গোটা যাত্রাপথে আমাকে উৎসাহ দিয়ে গিয়েছেন। আমি স্রেফ একটা ছোট ছেলে ছিলাম যার একটা স্বপ্ন ছিল। কিন্তু শুধুমাত্র আপনার বিশ্বাসেই à§§à§« বছর আগে ভারতীয় দলের জার্সি পরার সৌভাগ্য হয়েছে। প্রতিটা উপদেশ, প্রতিটা ব্যাটিংয়ের পাঠ, আমার মাথায় প্রতিটা গাঁট্টা, আমার পিঠে প্রতিটা চাপড় এবং আমার স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবে তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।”

এরপরই বিরাট আরও লেখেন,”এটাই আমার কোচের গল্প।”

আরও পড়ুন:ডিফেন্স মজবুত করতে ভারতীয় এই ডিফেন্ডারকে আনতে চলেছে মোহনবাগান : সূত্র