Sunday, January 11, 2026

দিক পরিবর্তন করে বাংলাদেশে আছড়ে পড়বে মোকা? 

Date:

Share post:

ঘূর্ণিঝড়ের নাম ‘মোকা’ ক্রমেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আজ, বৃহস্পতিবার রাতের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ইয়েমেনের দেওয়া নাম এই ঘূর্ণিঝড়ের।সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাদের আজ, বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের জন্য কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বাড়বে। জলীয় বাষ্প কমে শুষ্ক আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।আসলে মোকা’র পরোক্ষ প্রভাব পড়বে এরাজ্যে। ঘূর্ণিঝড় ‘মোকা’ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোকা দিক পরিবর্তন করে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে যাবে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলার মৎস্যজীবীদের তাই সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।এখন এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। তবে প্রতি মুহূর্তে এর গতইবেগ বাড়ছে। সেই কারণে গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছের সাগর উত্তাল অবস্থায় আছে। ওই গভীর নিম্নচাপটি এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আছে। এর গতিপথ পশ্চিম এবং উত্তর পশ্চিমমুখী। এরপর যখন সাগরের কেন্দ্রে চলে আসবে, সেই সময়ে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে।আছড়ে পড়ার সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৬০ কিলোমিটার।

 

 

 

spot_img

Related articles

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...