Monday, November 10, 2025

ঘূর্ণিঝড়ের নাম ‘মোকা’ ক্রমেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আজ, বৃহস্পতিবার রাতের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ইয়েমেনের দেওয়া নাম এই ঘূর্ণিঝড়ের।সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাদের আজ, বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের জন্য কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বাড়বে। জলীয় বাষ্প কমে শুষ্ক আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।আসলে মোকা’র পরোক্ষ প্রভাব পড়বে এরাজ্যে। ঘূর্ণিঝড় ‘মোকা’ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোকা দিক পরিবর্তন করে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে যাবে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলার মৎস্যজীবীদের তাই সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।এখন এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। তবে প্রতি মুহূর্তে এর গতইবেগ বাড়ছে। সেই কারণে গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছের সাগর উত্তাল অবস্থায় আছে। ওই গভীর নিম্নচাপটি এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আছে। এর গতিপথ পশ্চিম এবং উত্তর পশ্চিমমুখী। এরপর যখন সাগরের কেন্দ্রে চলে আসবে, সেই সময়ে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে।আছড়ে পড়ার সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৬০ কিলোমিটার।

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version