Sunday, November 16, 2025

লক্ষ্য মহাজোট: ২৪-এর রণকৌশল সাজাতে বৈঠক পাওয়ার-নীতীশের

Date:

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে(Loksava Election) নজরে রেখে ইতিমধ্যেই কোমর বাধতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আর সেই লক্ষ্যে উদ্ধব ও শরদ সাক্ষাতে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে(Mumbai) গিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar) এবং তেজস্বী যাদব(Tejswi Yadav)। প্রথমে ‘মাতশ্রী’তে উদ্ধব ঠাকরের(Uddhav Thakre) সঙ্গে সাক্ষাত করার পর এনসিপি প্রধান শরদ পাওয়ারের(Sharad Pawar) সঙ্গে সাক্ষাত করেন বিহারের এই দুই নেতা। আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট ও তার রণনীতি ঠিক করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক সেরে এদিন সাংবাদিক বৈঠক করেন নীতীশ। যেখানে তিনি বলেন, “দেশের গণতন্ত্র রক্ষায় আমাদের একত্রিত হয়ে লড়তে হবে। দেশের বর্তমান অবস্থার দিকে তাকিয়ে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট যে আমরা যদি একত্রিত হই তাহলে বিরোধীরা বিকল্প হিসেবে উঠে আসবে।” একইসঙ্গে নীতীশ কুমার আর বলেন, “বিজেপি যা করছে, তা দেশের স্বার্থে নয় নিজেদের স্বার্থে। তাই বিরোধী দল যত বেশি একত্রিত হবে, ততই জাতির মঙ্গল। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। আমরা একসঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব”। পাশাপাশি বিরোধী মুখ নিয়ে কথা উঠলে তিনি বুঝিয়ে দেন, বিরোধী জোটে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য অনেকেই রয়েছেন। সেক্ষেত্রে প্রবীণ এনসিপি নেতা শরদ পাওয়ারের কথাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে এককাট্টা হতে মরিয়া বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই জোটের প্রাককথনের লক্ষ্যেই গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করছেন। বুধবার তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করেন। এর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেন নীতীশ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেও তিনি কলকাতায় এসেছিলেন।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version