Friday, August 22, 2025

জেল মুক্তির পর এবার স্থায়ী জামিনের আর্জি নিয়ে ইসালামাবাদ হাইকোর্টে ইমরান

Date:

আদালত চত্বর থেকে অবৈধ গ্রেফতারির জেরে আদালতের নির্দেশে জেলমুক্তি হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan)। মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে ফের ইসালামাবাদ হাইকোর্টে(Islamabad High Court) উপস্থিত হলেন ইমরান খান। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় স্থায়ী জামিনের আবেদন জানিয়ে ফের আদালতে এলেন ইমরান খান। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার নাগাদ ইসলামাবাদ হাই কোর্টে হাজির হন পাকিস্তান(Pakistan) তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের চেয়ারম্যান ইমরান। আদালতে হাজির হওয়ার পর বিচারবিভাগীয় বিধি মেনে বায়োমেট্রিক পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে কয়েক হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, ইমরান, তাঁর স্ত্রী বুশরা বিবি এবং খান দম্পতির ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে। এই মামলার তদন্ত করছে ‘ন্যাব’ (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো)। এই মামলায় গত ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পাকিস্তান সরকারের অভিযোগ, তার একাধিক বার নোটিশ পাঠানো হলেও ইমরান তার জবাব দেননি। যার জেরেই জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এই মামলাতেই এবার স্থায়ী জামিনের আর্জি জানিয়ে ইসালামাবাদ হাইকোর্টে উপস্থিত হলেন ইমরান খান।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে এই মামলাতেই অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন। সে সময় আদালত চত্বর থেকেই তাঁকে গ্রেফতার করে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী। যদিও বৃহস্পতিবার ইমরানের এই গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে জানিয়ে দেয় পাক সুপ্রিম কোর্ট। এপ্রসঙ্গে বিচারপতি স্পষ্ট জানান, বিচারবিভাগের দ্বারস্থ হতে যাওয়ার সময় কোনও অভিযুক্তকেই আদালত চত্বর থেকে গ্রেফতার করা যায় না। এর পরেই মুক্তি দেওয়া হয় ইমরানকে।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version