Saturday, January 31, 2026

কুণালের বিরুদ্ধে নিজে মামলা করলেন না মান্থা, ছাড়লেন সিপিএম কর্মী উকিলের উপর

Date:

Share post:

কালিয়াগঞ্জ নাবালিকার অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্তে অবসরপ্রাপ্ত দুই আইপিএসকে রেখে সিট গঠন করায় বিচারপতি রাজাশেখর মান্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি রাজনৈতিক নেতার। আদালতে বিষয়টি উত্থাপন এক আইনজীবীর। আদালতকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আবেদন।

শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দেওয়ায় কুণালের বিষয়টি আদালতে উত্থাপন করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আদালতকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন, কেউ নিজেদের সম্মান নষ্ট করলে আদালতের কিছু করার নেই। উল্লেখ্য, কালিয়াগঞ্জ নিয়ে বৃহস্পতিবারই সিট গঠনের নির্দেশ দেয় আদালত। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস ও রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত ওই আইপিএস অফিসারকে নিয়োগ করা হয়। আদালত জানিয়েছে, এরা প্রয়োজন মতো অফিসারদের সদস্য হিসেবে নিয়োগ করতে পারবে। আদালতের নজরদারিতে এই গোটা তদন্ত প্রক্রিয়া চলবে বলেই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিআরপিসি অনুযায়ী সিটকে সব ধরনের ক্ষমতা দিয়েছে আদালত। তদন্ত চলকালীন সিটের সদস্যরা কোনও মন্তব্য করতে পারবেন না বলও জানায় আদালত।

আদালতের এই রায় নিয়েই আপত্তি ছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। আদালত নিযুক্ত সিটের সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলেও নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। তিনি বলেন, এঁদের কারও যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু এঁদের অনেকেই টেলিভিশন চ্যানেলে বসে বিভিন্ন বিষয় নিয়ে সরকারও তৃণমূলের বিরেোধিতা করে। টেলিভিশন শোয়ের প্যানেলে সরকারে বিরোধিতা করার যদি একমাত্র মাপকাঠি হয়, তবে আমি বলব এটা ঠিক নয়। রাজ্যে অনেক অবসরপ্রাপ্ত আইপিএস রয়েছেন। কোর্ট যাঁকে ইচ্ছা বসিয়ে দেবে, এটা কোনওভাবেই হয় না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, জাস্টিস মান্থা ও হাই কোর্টের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। তবে সিট আধিকারিকদের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে এদিন কুণাল ঘোষ বিচারপতি রাজাশেখর মান্থাকে মনে করিয়ে দেন, আপনি আপনার সম্মান রাখার চেষ্টা করুন। এদিন কুণাল প্রশ্ন তোলেন, বিচারপতি মান্থা কীভাবে পিক অ্যান্ড চুজ করে পঙ্কজ দত্তকে বসাতে পারেন? সারা বাংলার সবাই জানেন পঙ্কজ দত্ত এমন একজন প্রাক্তন আইপিএস যিনি লাগাতার টিভি শোতে শিক্ষা দফতর থেকে পুলিশ, মুখ্যমন্ত্রী সকলের বিরোধিতা করছেন এবং তারপরও কীভাবে তাঁকে নিয়োগ করা হল তা নিয়েও প্রশ্ন তোলা হয়। কুণাল এরপরই অভিযোগ করেন, বিচারপতি মান্থা হাই কোর্টের সম্মান নষ্ট করছেন।

বিচারপতির মন্তব্য, নিজেরা যদি নিজেদের সন্মান নষ্ট করেন কেউ, তাহলে কোর্ট কি করবে।আদালতকে অসন্মান করতে গিয়ে নিজেদের যে অসন্মান করছেন, কেউ কেউ সেটা তারাই বুঝতে পারছেন না, বা বুঝেও সেটাই করে চলেছেন। কোর্ট তো আলাদা আলাদা করে সবাইকে বিধি সেখাবে না। এর পরে আদালত আইনজীবীকে অনুমতি দেন, যদি বিহিত চান, তাহলে আলাদা করে আদালত অবমাননার আবেদন করুন। কোর্ট বিবেচনা করবে।

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...