Sunday, November 16, 2025

সলমানকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা, টিকিট মূল্য ৩ লক্ষ টাকা!

Date:

অপেক্ষার আর মাত্র ২৪ ঘণ্টা। শনিতেই বলি ‘সুলতান’ শহর মাতাবেন। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ সেরেই সোজা অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যাবেন ভাইজান। বৃহস্পতিবার টুইট করে সেই কথা জানিয়েছেন তৃনমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। আগামিকাল ইস্টবেঙ্গল গ্রাউন্ডে(East Bengal Ground) ‘দ্য-বাং, দ্য ট্যুর রিলোডেড’ নামের একটি অনুষ্ঠানে সলমানকে (Salman Khan in Kolkata) একঝলক দেখার আশায় টিকিটের চাহিদা তুঙ্গে। তেরো বছর পর তিলোত্তমায় ভাইজান। তাই অনুষ্ঠানের টিকিটের মূল্য চড়লো তিন লক্ষ টাকা পর্যন্ত।

বলিউডের অন্যতম জৌলসপূর্ণ, তারকাখচিত মিউজিক্যাল শো দা-বাং ট্যুর। উত্তেজনায় ফুটছে মেগাস্টারের অনুরাগীরা। সলমান ছাড়াও উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকাদের। টিকিটের দাম শুরু ৬৯৯ থেকে (PWD গ্যালারির জন্য )। সর্বাধিক টিকিটের দাম ৪০০০০ টাকা, এটা অবশ্য রেডি এবং দাবাং জোনের জন্য। যদি আপনি একদম কাছ থেকে ভাইজানকে লাইভ দেখতে চান, পেতে চান লাউঞ্জের নানা সুবিধা তাহলে আপনাকে দিতে ২ থেকে ৩ লক্ষ টাকা।

এদিকে সলমানকে স্বাগত জানাতে প্রস্তুত কালীঘাটও। শনিবার দুপুর তিনটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে দু’জনের সৌজন্য সাক্ষাৎ হতে চলেছে। ‘বাংলার মিষ্টি’ দিয়ে সলমানকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিশ্ব বাংলার কিছু উপহার সামগ্রীও তুলে দেওয়া হবে সলমানের হাতে। নিজের লেখা বইও উপহার হিসাবে সলমানের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version