Sunday, November 16, 2025

নিয়োগের ক্ষেত্রে ঠিকাদারি প্রথা বিলোপ, হলদিয়ায় ৪৪টি শ্রমিক-কমিটি ঘোষণা ঋতব্রতর

Date:

নিয়োগের ক্ষেত্রে ঠিকাদারি প্রথা বিলোপ। হলদিয়া (Haldia) শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার ৪৪ টি শ্রমিক ইউনিয়নের পদাধিকারীদের নাম ঘোষণা হল। শনিবার, হলদিয়া ভবনে এই কমিটিগুলি ঘোষণা করেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তিনি জানান, ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত কেউ নিয়োগ প্রক্রিয়ায় মাথা গলাতে পারবেন না।

ঋতব্রতর মতে, “প্রতিটি কারখানায় আলাদাভাবে এভাবে ট্রেড ইউনিয়ন গড়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। জেলা কমিটির সুপারিশে বেশ কিছু ট্রেড ইউনিয়নে আমরা অদল বদল করেছি। এই কমিটিগুলির এক্সিকিউটিভ পার্টে জেনারেল সেক্রেটারি ও তার নীচের পদে সংশ্লিষ্ট কারখানার বাইরের কাউকে রাখা হয়নি। কারখানার নির্দিষ্ট শ্রমিকরাই এক্সিকিউটিভের ভূমিকা পালন করবেন। আর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেলা আইএনটিটিইউসি সমিতির পদাধিকারীরা আছেন। এছাড়াও এলাকায় যারা তৃণমূল নেতা তারাও কিছু জায়গায় রয়েছেন। সবচেয়ে বড় কথা হল, ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত কেউ নিয়োগ প্রক্রিয়ায় মাথা গলাতে পারবেন না।” এদিন ৪৪ টি কারখানার কমিটি ঘোষিত হওয়ার পরেও কয়েকটি কারখানার কমিটি ঘোষণা বাকি রয়েছে। সেগুলি জেলা আইএনটিটিইউসি সভাপতি চন্দন দে ঘোষণা করবেন। তারপর তিনি এই কমিটিগুলি সংশ্লিষ্ট কারখানাগুলিতে লিখিত আকারে পাঠিয়ে দেবেন। কারখানায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ঠিকাদার প্রথা বিলোপ করে, প্রতিটি কারখানার শ্রমিক ইউনিয়ন গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কারখানার শ্রমিকদের প্রাধান্য দেওয়ায়, শিল্পাঞ্চলের শ্রমিক মহলে রীতিমতো খুশির হওয়া বইছে।

৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজের শ্রমকোড চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে আগামী দু’মাস সর্বাত্মক প্রচার করবে ট্রেড ইউনিয়নগুলি। এর পাশাপাশি, রাজ্যে তীব্র দহন। ফলে দেখা দিয়েছে রক্তের সংকট। তাই প্রতিটি শ্রমিক ইউনিয়ন আগামী কয়েকদিনের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করবে বলে জানান আইএনটিটিইউসির রাজ্য সভাপতি।

আরও পড়ুন- বাংলায় বিদায়ঘণ্টা, কর্নাটকে ভোকাট্টা, ২০২৪-এ বিজেপির বিসর্জন: হুঙ্কার অভিষেকের

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version