Thursday, August 21, 2025

ফের কাশ্মীর সীমান্তে উড়ল ড্রোন! পাক জ.ঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা

Date:

সেনাদের কনভয়ে (Army Convoy Attack) হামলার রেশ কাটতে না কাটতেই ফের পাক সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। আর সেই চেষ্টা বানচাল করে দিল ভারতীয় সেনা (Indian Army)। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখার (LOC) কাছে শনিবার ভোরে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছে বলে গোপন সূত্রে খবর পায় সেনারা। উরির কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধির কথা জানতে পেরেই তৎপর হয় সেনাবাহিনী। আর খবর পাওয়া মাত্রই জঙ্গলে ঘেরা সীমান্ত অঞ্চলে তল্লাশি চালালেও লাভের লাভ কিছুই হয়নি।

এরপরই সেনা জওয়ানরা জঙ্গিদের উদ্দেশে গুলি ছুঁড়তে শুরু করে। আর আচমকাই সেই সময়ে দু’পক্ষের গুলির লড়াই চলার পর একটা উড়ন্ত বস্তু চোখে পড়ে ভারতীয় সেনার। পাকিস্তানের দিক থেকে সেটি উড়ে এসেছে বলে অনুমান করা হয়। তবে সেনাবাহিনীর দাবি, সেটি ড্রোন (Drone) ছিল। আর দেখামাত্রই সেই ড্রোনকে সঙ্গে সঙ্গে নিশানা করে গুলি চালায় ভারতীয় সেনা। তবে গুলিবর্ষণের জেরে ফিরে যায় ড্রোনটি।

তবে গুলি করে ড্রোন নামানোর ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি পাঞ্জাব, কাশ্মীর সীমান্তে একাধিকবার ড্রোন প্রবেশের চেষ্টা চলেছে এবং বহু ক্ষেত্রে সেইসব ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে সেনা। ড্রোনের মাধ্যমে টাকা ও অস্ত্র ছড়িয়ে জঙ্গিদের হামলার রসদ জোগানোর চেষ্টা করার অভিযোগ রয়েছে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। এদিকে গত সপ্তাহেই রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে পাঁচ সেনা জওয়ানের। এর আগে গত এপ্রিল মাসেও জঙ্গি হামলায় পাঁচ জওয়ান শহিদ হন।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version