Wednesday, May 7, 2025

খায়রুল আলম, ঢাকা

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই দাপট দেখাতে শুরু করবে শক্তিশালী মোকা (Cyclone Mocha)। ইতিমধ্যেই তা অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে। এই সাইক্লোনের কেন্দ্রের  ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত হবে বলে জানিয়ে দিল আবহাওয়া অফিস (Weather Department)। স্থলভাগে প্রায় ১৭৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে আছড়ে পড়বে এই মোকা (Cyclone । শনিবার বিকেলেই উপকূলবর্তী এলাকায় এই সাইক্লোনের ল্যান্ডফল হতে চলেছে।

ইতিমধ্যেই কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সাবধান সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  অতিপ্রবল হয়ে ওঠা ঘূর্ণিঝড় মোকার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রাথমিকভাবে ৪২ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।  আজ শনিবার সকাল ৬টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনের তরফ থেকে কক্সবাজার উপকূল এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।  বিভিন্ন সংস্থার ১০ হাজারেরও বেশি কর্মীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে । জেলা প্রশাসকের নেতৃত্বে  স্থানীয় মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজ চলছে।  কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। জেটি থেকে জাহাজ সরানো হয়েছে।  লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমদানি রফতানি জনিত সব ধরণের পণ্য পরিবহণ আপাতত চট্টগ্রাম বিমানবন্দর থেকে স্থগিত করা হল।

 

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version