Monday, November 10, 2025

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে তরুণীকে ব্ল্যা.কমেল! গ্রে.ফতার দিলীপ ঘোষের “গুণধর” ভাইপো

Date:

গোপনে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে তুলে ব্ল্যাকমেল! সাইবার ক্রাইমে তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপো! বিজেপি নেতার গুণধর ভাইপোর নাম অরিন্দম ঘোষ। অভিযুক্ত দিলীপবাবুর ছোট ভাই হীরক ঘোষের ছেলে।

আজ, রবিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগ, এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল দিলীপ ঘোষের ভাইপো অরিন্দমের। পরে সেই সম্পর্ক ভেঙেও যায়। অন্যদিকে, সম্পর্কে থাকাকালীন ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি তুলেছিলেন দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম। তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও ছিল অরিন্দমের কাছে। অভিযোগ, ওই তরুণী অন্য সম্পর্কে জড়াতে গেলে সেই দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে অরিন্দম। বাধ্য হয়ে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকার ওই তরুণীর অভিযোগ, ২০২১ সাল থেকে অরিন্দমের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু বিয়ে করার কথা বললেই ঘুরে বসতো অরিন্দম। এর ফলে ওই তরুণীর সঙ্গে সম্পর্কে চিড় ধরে। নতুন করে অন্য একটি সম্পর্কেও জড়ান তরুণী। অভিযোগ, এরপর থেকেই দিলীপবাবুর ভাইপো অরিন্দম তাঁকে হুমকি দিতে শুরু করে। ব্যক্তিগত বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন বলে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে অরিন্দমের নামে।

অভিযোগ, ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্টে অরিন্দম ইতিমধ্যেই ওই তরুণীর বেশ কিছু আপত্তিকর ছবি, চ্যাট আপলোডও করে দিয়েছে। এমনকী ওই তরুণীকে তাঁর সঙ্গে সম্পর্কে থাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল দিলীপ ঘোষের ভাইপোর তরফে। তদন্তে নেমে পুলিশ অরিন্দমের কাছ থেকে একটি মোবাইল ফোন, বেশ কিছু রেকর্ডেড ভিডিও, ছবি উদ্ধার করেছে।

আরও পড়ুন:মোকার প্রভাব না পড়লেও, বাংলায় আসছে জোড়া কালবৈশাখী!

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version