আইসিএসই-র দশম এবং আইএসসি-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ! কীভাবে দেখবেন রেজাল্ট?

প্রকাশিত হল ISCE ও ISC-র ফলাফল। শনিবারই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন জানায়, রবিবার দুপুর ৩টেয় ফল প্রকাশ করা হবে। সেইমতো আজ ফল প্রকাশিত হয়।ICSE-তে পাশের হার ৯৮.৯৪%। ISC-তে পাশের হার ৯৬.৯৩%।isce.org, results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও জানা যাচ্ছে ফল।

কী করে জানা যাবে রেজাল্ট দেখে নিন-

• সিআইএসসিই-র হেল্পলাইন নম্বর ১৮০০২০৩২৪২৪ -তে যোগাযোগ করা যাবে।
• helpdesk@cisce.org-তে ইমেল করা যাবে।

সিআইএসসিই-র ওয়েবসাইটের পাশাপাশি ‘কেরিয়ার্স’ পোর্টাল থেকেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
• পোর্টালে লগ ইনের পরে ‘এগজামিনেশন’ অপশনে ক্লিক করতে হবে।
• এরপর মেনু বারে ‘আইসিএসই’ অপশনে ক্লিক করতে হবে।
• আইএসসি-র ফল জানতে ‘আইএসসি’-তে ক্লিক করতে হবে।
• ‘রিপোর্টস’ অপশনে ক্লিক করতে হবে ফল জানার জন্য।
• এরপর ‘রেজাল্ট ট্যাবুলেশন’ অপশনে ক্লিক করতে হবে।

এ বছর ১৩ ফেব্রুয়ারি থেকে আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী চলতি বছর দশম ও দ্বাদশ শ্রেণীর CISCE পরীক্ষা দিয়েছিলেন। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিএসইর পরীক্ষা। চার মাস পরে ফল প্রকাশ।
দশম শ্রেণির ফল জানতে হলে ‘আইসিএসই’ অপশনে ক্লিক করতে হবে।
দ্বাদশ শ্রেণির ফল জানতে আইএসসি-র অপশনে ক্লিক (Click) করতে হবে।
এরপরে ‘রেজাল্ট’ অপশনে গিয়ে ‘ইউনিক আইডি’ ও ‘ইনডেক্স নম্বর’ দিতে হবে।

 

Previous articleকর্নাটকে ভোট গণনার সময় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! সোশ্যাল মিডিয়ায় ভা.ইরাল ভিডিও
Next articleICSE এবং ISC- র ফলপ্রকাশ, মেধাতালিকায় এগিয়ে মেয়েরা!