হুগলির কোন্নগরে মহাসমারোহে পালিত হচ্ছে বিখ্যাত শকুন্তলা রক্ষা কালি পুজো

0
1

হুগলি জেলার কোন্নগরে মহাসমারোহে পালিত হচ্ছে ১৩৪ বছরের বিখ্যাত শকুন্তলা রক্ষা কালি পুজো। এই পুজো উপলক্ষে কয়েক লক্ষ মানুষের ভিড় জমেছে কোন্নগরে। এই পুজোয় উপস্থিত হয়ে পুজো দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র। এদিন এই পুজো উপলক্ষে এক উৎসবের মেজাজ মানুষের মধ্যে। কোন্নগর শহরকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। তৃণমূল দলের পক্ষ থেকে এই গরমে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় করা হয়েছে জলছত্র। এদিনের পুজোয় শুধু হুগলি জেলার মানুষ না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে মা শকুন্তলা কালি মায়ের দর্শন করতে।

আরও পড়ুন- লাল-হলুদে বিশেষ সম্মান সলমান খানকে