Tuesday, August 12, 2025

২৭ মে নতুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে প্রবল আক্রমণ করে মমতা বলেন, তাঁকে সবার শেষে বলতে দেওয়া হয়। তবু, রাজ্যের বকেয়া আদায়ে তিনি দিল্লি (Delhi) যাবেন।

রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের কাছে একাধিকবার জোরালো দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। একই সঙ্গে নীতি আয়োগের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যায়। বৈঠকে তাঁকে নিজের বক্তব্য বলার যথাযথ সময় দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি। বলেন, ১০০ দিনের কাজ, আবাস, গ্রাম সড়ক যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, আগে পরিকল্পনা কমিশনে প্রতিটি রাজ্যের কথা শোনা হত। এখন নীতি আয়োগ বৈঠকে গিয়ে ২ ঘণ্টা বসে থাকতে হয়। কোনও কথা শোনা হয় না। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, একজন নিজেই জ্ঞান সম্বলিত ভাষণ দিয়ে যান। কিন্তু, রাজ্যের কথা বিশেষত বাংলার কথা গুরুত্ব দিয়ে শোনা হয় না।

এদিন ফের মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে রাজ্যের নাম পরিবর্তন প্রসঙ্গ। বলেন, রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’। তাই যে কোনও বৈঠকে সবার শেষে বলার সুযোগ পায় বাংলা। তবে, রাজ্যের কথা তুলে ধরতে ২৭ মে দিল্লি যাবেন মমতা। বলেন, “বাংলার বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছি।“ রাজ্যের প্রাপ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি বকেয়া টাকা মেটানোর দাবিতে সরব হবেন তিনি।

 

 

 

Related articles

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...

ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek...

ভিত্তিহীন অভিযোগ! অভয়ার বাবাকে আইনি নোটিশ কুণালের

ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ...

নিউইয়র্কে পালিত হবে ‘ইন্ডিয়া ডে’, নারী শক্তির বন্দনায় কলকাতার শিল্পীরা

নিউইয়র্কের (New York) ৪৪ তম 'ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে' (Battery Dance Festival) এবার উদযাপিত হবে ভারতের স্বাধীনতা দিবস। থিমের...
Exit mobile version